ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাইবান্ধা চেম্বারের অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৪:০৮, ৬ আগস্ট ২০১৭

গাইবান্ধা চেম্বারের  অনিয়মের প্রতিবাদে  সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৫ আগস্ট ॥ গাইবান্ধা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির দীর্ঘদিন থেকে নানা অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছে। ফলে এই চেম্বার থেকে এই জেলার ব্যবসায়ীসহ সদস্যরা নিজেদের সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ব্যবসায়ী এবং নির্বাচিত পরিচালকরা শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে চেম্বারের সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ব্যবসায়ীদের পক্ষে সোয়েব হোসেন মনা। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই নির্বাহী কমিটির ২৩তম সভার ৪নং এজেন্ডা অনুযায়ী আগামী ২ ডিসেম্বর চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই মোতাবেক বাণিজ্য অধ্যাদেশ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ১২০ দিন পূর্বে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান চেম্বারের সদস্য হবে তারা নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবে। কিন্তু তিনি আইন অমান্য করে পরিচালকদের আপত্তিদের সত্ত্বেও ১৩০ দিন পূর্বে গত ২৫ জুলাই চেম্বার অব কমার্সের নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য দিন নির্ধারণ করেন। এক্ষেত্রে বাণিজ্য অধ্যাদেশ মেনে পরিচালকরা তফসিল ঘোষণার জন্য দাবি জানালে তিনি তা অমান্য করে বেআইনীভাবে একক সিদ্ধান্ত গ্রহণ করেন।
×