ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তিস্তার ভাঙ্গনে বিলীন স্বপন বাঁধ

প্রকাশিত: ০৪:০৬, ৬ আগস্ট ২০১৭

তিস্তার ভাঙ্গনে বিলীন স্বপন বাঁধ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ তিস্তা নদীর ভাঙ্গনে ডিমলা উপজেলায় টেপাখড়িবাড়ী ইউনিয়নের পূর্ব খড়িবাড়ী ৬ নং ওয়ার্ডে অবস্থিত স্বপন বাঁধটি সম্পূর্ণ বিলীন হয়েছে। শুক্রবার সকাল হতে ভাঙ্গন শুরু হয়ে শনিবার সকালে বাঁধটি বিলীন হয় বলে এলাকাবাসী জানিয়েছে। বাঁধটি বিলীন হওয়ায় ওই ইউনিয়নের তিন গ্রামের ফসলিজমি নদীতে বিলীনের মুখে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন। শনিবার এলাকাবাসী জানায়, উজানের ঢলে তিস্তা নদীর প্রচ- স্রোতের ধাক্কায় বাঁধটি বিলীন হয়; যা রক্ষা করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে তারা। খোঁজ নিয়ে জানা যায়, ২০১৫ সালে ইউএনডিপির অর্থায়নে, সিডিএমপি বাস্তবায়নে টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ স্বপন বাঁধ কাম রাস্তাটি সংস্কার করেছিল। ইউনিয়নের পূর্ব খড়িবাড়ী গ্রামে ২৯ লাখ টাকা ব্যয়ে তিস্তার নদীর ডান তীরে স্বপন বাঁধ সংলগ্ন ১ হাজার ৯৮২ মিটার দীর্ঘ, ৪ মিটার প্রস্থ ও ২ মিটার উচ্চতায় বাঁধটিতে নতুন করে সংস্কার করা হয়েছিল। গত বন্যায় নদীর গতি বাম তীরে থাকলেও এবার উজানের ঢলে নদীর গতি ডান তীরে সরে এসে বাঁধটিতে আঘাত করলে ভাঙ্গনের সৃষ্টি হয়। টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন জানায়, বাঁধটি রক্ষা করতে না পারায় ৩টি গ্রামের সহস্রাধিক পরিবারে বন্যার পানি প্রবেশ করবে এবং কয়েক শ’ একর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হবে। শনিবার উজানের ঢলে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমা (৫২ দশমিক ৪০ মিটার) ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
×