ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২৬০ রান

প্রকাশিত: ০৮:১৫, ৫ আগস্ট ২০১৭

প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২৬০ রান

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যানচেস্টারের ওল্ডট্রাফোর্ডে শুরু হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজনির্ধারণী চতুর্থ ও শেষ টেস্ট। শুক্রবার প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ড সংগ্রহ করেছে ৬ উইকেটে ২৬০ রান। টস জিতে ব্যাটিং বেছে নেন ইংলিশ অধিনায়ক জো রুট। দলীয় ৩৫ রানে প্রথম উইকেট হারায় ইংলিশরা। ব্যক্তিগত ১৭ রান করে ডুয়ানে অলিভিয়েরের বলে আউট হন কেটন জেনিংস। এরপর কোন সময়ই খুব একটা সুবিধা করতে পারেননি স্বাগতিক ব্যাটসম্যানরা। ভাল শুরুর পর মাঝপথে ছন্দ হারায় ইংল্যান্ড। বেন স্টোকস-জনি বেয়ারস্টোর দৃঢ়তায় আবার কক্ষপথে ফিরে স্বাগতিকরা। দিনের শেষ দিকে স্টোকসকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে খানিকটা এগিয়ে নিয়েছেন কাগিসো রাবদা। প্রথম দিন শেষে জনি বেয়ারস্টো ৩৩ ও নাইটওয়াচম্যান টবি রোল্যান্ড-জোন্স শূন্য রানে অপরাজিত আছেন। এ দু’জন আজ আবার ব্যাটিং শুরু করবেন। শুরুর ধাক্কা সামলে টম ওয়েস্টলিকে নিয়ে দলকে এগিয়ে নেন এ্যালিস্টার কুক। দ্বিতীয় সেশনের শুরুতেই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানকে ফিরিয়ে ইংলিশদের প্রতিরোধ ভাঙ্গেন কেশভ মহারাজ। দলীয় ৯২ রানেই ফিরেন টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান ওয়েস্টলি। ডাভিড মালানের সঙ্গে ৫২ ও স্টোকসের সঙ্গে ৪৩ রানের দুটি জুটি গড়েন অধিনায়ক রুট। ৬টি চারে ৫২ রান করার পথে ইংল্যান্ডের চতুর্থ দ্রুততম ব্যাটসম্যান হিসেবে তিনি পৌঁছান ৫ হাজার রানের মাইলফলকে। টানা ১০ ম্যাচে অর্ধশতক বা তার বেশি রান করে ইংলিশ রেকর্ড স্পর্শ করেন রুট। পঞ্চম উইকেটে ৬৫ রানের জুটিতে ইংল্যান্ডের সংগ্রহ আড়াইশ পার করেন স্টোকস-বেয়ারস্টো। প্রোটিয়াসদের হয়ে রাবাদা ও অলিভিয়ের ২টি করে উইকেট লাভ করেন। সংক্ষিপ্ত স্কোর ॥ ইংল্যান্ড ১ম ইনিংস ॥ ৯০ ওভারে ২৬০/৬ (কুক ৪৬, জেনিংস ১৭, ওয়েস্টলি ২৯, রুট ৫২, মালান ১৮, স্টোকস ৫৮, বেয়ারস্টো ৩৩*, রোল্যান্ড- জোন্স ০*; মর্কেল ১/৫৮, রাবাদা ২/৫২, অলিভিয়ের ২/৭২, মহারাজ ১/৫৪, ডি ব্রুইন ০/১৮) * প্রথম দিন শেষে
×