ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবলে রাসেল-ব্রাদার্স কেউই জেতেনি

প্রকাশিত: ০৭:৩৯, ৫ আগস্ট ২০১৭

বিপিএল ফুটবলে রাসেল-ব্রাদার্স কেউই জেতেনি

স্পোর্টস রিপোর্টার ॥ ‘সাইফ পাওয়ার ব্যাটারি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে শুক্রবারের দ্বিতীয় খেলায় (রাতে অনুষ্ঠিত) ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড গোলশূন্য ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের সঙ্গে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তুলনামূলক বেশি প্রাধান্য বিস্তার করে খেলেও গোল না পাওয়ায় এই ফল একরাশ হতাশা বয়ে আনে ২০১২-১৩ মৌসুমের লীগ শিরোপা রাসেলের জন্য। এই ড্রতে এখনও জয়ের খাতা খুলতে পারলেন না ব্রাদার্সের নতুন ইতালিয়ান কোচ জিওভান্নি স্কানু। নিজেদের প্রথম ম্যাচেও তারা ড্র করেছিল টিম বিজেএমসির সঙ্গে। সেই ম্যাচের স্কোরলাইনও ছিল ০-০! পক্ষান্তরে রাসেল নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে হারিয়েছিল মুক্তিযোদ্ধা সংসদকে। তবে রাসেলের কোচ শফিকুল ইসলাম মানিকের আফসোসটা ছিল আরও বেশি। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া রাসেল দুর্ভাগ্যের শিকার হয় খেলার ৮০ মিনিটে। ডান দিক থেকে দাউদার ক্রসে ফজলে রাব্বির হেড ব্রাদার্সের এক ডিফেন্ডারের গা ছুঁয়ে পোস্টে লেগে ফেরে। এরপর দুই দফা চেষ্টায় বল ধরেন গোলরক্ষক কামাল হোসেন টিটু। গত লীগে চতুর্থ হয় গোপীবাগের দল ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত ব্রাদার্স (দুই বারের লীগ চ্যাম্পিয়ন তারা)। আর অষ্টম হয়েছিল ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত রাসেল। ওই লীগে পারস্পরিক প্রথম মোকাবেলায় রাসেলকে ৩-১ গোলে হারিয়েছিল ব্রাদার্স। ফিরতি সাক্ষাতে অবশ্য কেউই জেতেনি (২-২), ঠিক শুক্রবারের মতো।
×