ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনার কবলে সাবেক আইনমন্ত্রীর গাড়ি

প্রকাশিত: ০৭:৩১, ৫ আগস্ট ২০১৭

সড়ক দুর্ঘটনার কবলে সাবেক আইনমন্ত্রীর গাড়ি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দরে সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরুর পাজেরো গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে আব্দুল মতিন খসরু সামান্য আহত হয়েছেন এবং তার ব্যবহৃত গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী বাস ও পিকআপভ্যানের চালক দু’জনকে আটক করেছে। শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃরা হলো- সাব্বির (২০) ও রমিজ (২২)। বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুনার রশিদ জানান, শুক্রবার দুপুরে সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু পাজেরো গাড়িতে করে ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় কুমিল্লাগামী আসমানী পরিবহনের বাসটি আকস্মিক ব্রেক কষলে আইনমন্ত্রীর গাড়ির পেছনে থাকা পিকআপভ্যান সজোরে এসে ধাক্কা দেয়। এতে সাবেক আইনমন্ত্রীর পাজেরোর সঙ্গে বাস ও পিকআপভ্যানের ত্রি-মুখী সংঘর্ষ হয়। এতে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু সামান্য আহত হয়েছেন। এতে তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার জন্য দায়ী বাস ও পিকআপভ্যানের চালককে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে গাড়ির চালক বশির মিয়া বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছে।
×