ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তনি প্রতারক গ্রফেতার

প্রকাশিত: ০৭:১১, ৫ আগস্ট ২০১৭

তনি প্রতারক  গ্রফেতার

নজিস্ব সংবাদদাতা, নত্রেকোনা, ৪ আগস্ট ॥ জলো জজ পরচিয়ে অভনিব কৌশলে প্রতারণা করে টাকা আত্মসাতরে অভযিোগে একটি প্রতারক চক্ররে তনি সদস্যকে গ্রফেতার করছেে নত্রেকোনার ডবিি পুলশি। বৃহস্পতবিার রাতে গাজীপুররে জয়দবেপুর এলাকা থকেে এদরে গ্রফেতার করা হয়। গ্রফেতারকৃতরা হচ্ছÑে কুড়গ্রিামরে রৌমারি উপজলোর বকবান্দা-নামাপাড়া গ্রামরে আব্দুস সালামরে ছলেে শপিন (২০), একই গ্রামরে নূরুল ইসলামরে ছলেে মাসুদ রানা (২১) ও রাজবিপুর উপজলোর মোহনগঞ্জ গ্রামরে মৃত নজরি হোসনেরে ছলেে রাজু আহম্মদে (৪০)। শুক্রবার এদরে আদালতে সোর্পদ করা হয়। জলো পুলশিরে অতরিক্তি পুলশি সুপার এস এম আশরাফুল আলম শুক্রবার বলো ১১টায় এক প্রসে ব্রফিংিয়ে জানান, ওই প্রতারক চক্ররে একজন সম্প্রতি জলো জজ পরচিয়ে নত্রেকোনার চম্বোর অব কর্মাসরে সভাপতি আব্দুল ওয়াহদেকে ফোন করে জানান, নত্রেকোনার এক ব্যক্তি গাজীপুরে মারা গছে।ে তার লাশটি নত্রেকোনায় পাঠাতে ৩৫ হাজার টাকা প্রয়োজন। জলো জজ এবং তার সহর্কমীরা মলিে ১৪ হাজার টাকা দয়িছেনে। বাকি ২১ হাজার টাকা দয়োর জন্য তনিি আব্দুল ওয়াহদেকে অনুরোধ করনে এবং দুটি বকিাশ নম্বর দনে। সরল বশ্বিাসে আব্দুল ওয়াহদে দুটি বকিাশ নম্বরে র্সাভসি র্চাজসহ ২১ হাজার ৪২০ টাকা পাঠান। পরর্বতী সময়ে তনিি যোগাযোগ করে জানতে পারনেÑ নত্রেকোনার প্রকৃত জলো জজ তাকে ফোন করনেন।ি এছাড়া নত্রেকোনার কোন ব্যক্তওি গাজীপুরে মারা যায়ন।ি
×