ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিরপুরে পুলিশ ব্যারাক ভবন থেকে পড়ে কনস্টেবলের মৃত্যু

প্রকাশিত: ০৭:০৭, ৫ আগস্ট ২০১৭

মিরপুরে পুলিশ ব্যারাক ভবন থেকে পড়ে কনস্টেবলের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুর পুলিশ ব্যারাকের ভবন থেকে পড়ে কনস্টেবলের মৃত্যু এবং ডিশ ব্যবসার আড়ালে ছিনতাই ও মাদক ব্যবসায়ী চক্রের হোতা ঢাকার গে-ারিয়ার তালিকাভুক্ত সন্ত্রাসী একাধিক মামলার আসামি জসীম উদ্দিনকে গ্রেফতারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সদস্যের মৃত্যু ॥ শুক্রবার সকাল নয়টার দিকে মিরপুর পুলিশ ব্যারাকের ৯ নম্বর ভবনের ছয়তলা থেকে পড়ে কনস্টেবল শরিফুল ইসলামের (২০) মৃত্যু হয়। নিহতের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। এক বছরের প্রশিক্ষণ শেষে গত মে মাসে পুলিশে যোগ দিয়েছিলেন তিনি। কাফরুল থানার ওসি শিকদার মোহাম্মদ শামীম হোসেন জানান, শরিফুল বারান্দার রেলিংয়ের উপর বসে মোবাইল ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত পড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) নিয়ন্ত্রণকক্ষের তরফ থেকে বলা হচ্ছে, বারান্দায় থাকা কোমর পর্যন্ত রেলিংয়ের উপর থেকে শরিফুলের পড়ে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। রাজধানীর বনশ্রীর বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে, তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। গে-ারিয়ার তালিকাভুক্ত সন্ত্রাসী জসীম উদ্দিন গ্রেফতার ॥ গত বুধবার গভীর রাতে গে-ারিয়ার হরিচরণ রায় রোডের বাড়ি থেকে ডিশ ব্যবসার আড়ালে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসা জড়িত তালিকাভুক্ত সন্ত্রাসী একাধিক মামলার আসামি জসীম উদ্দিনকে গ্রেফতার করে সূত্রাপুর থানা পুলিশ। থানাটির উপ-পরিদর্শক সুশান্ত পাল জনকণ্ঠকে বলেন, তার বিরুদ্ধে থাকা বিস্তর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আর সূত্রাপুর থানার ওসি কেএম আশরাফ উদ্দিন জনকণ্ঠকে বলেন, গত ৩১ জুলাই রাতে ছিনতাইকালে গণধোলাইয়ের শিকার সাফিনের আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দীর তথ্য মোতাবেক জসীম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। গুরুতর আহত জসীম উদ্দিন পুলিশ হেফাজতে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হওয়ার পর তাকে আদালতে সোর্পদ করা হবে। বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে। পুলিশ জানায়, ইতোপূর্বে সন্ত্রাসীদের গুলিতে গ্রেফতারকৃত জসীমের ভাই তালিকাভুক্ত সন্ত্রাসী দ্বীন ইসলাম দীলা ও ফারুক নিহত হন এবং আরেক ভাই ওয়াসিম চিরতরে পঙ্গু হয়ে গেছেন।
×