ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফরাসী বিমানের খুব কাছ দিয়ে গেছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

প্রকাশিত: ০৬:৩০, ৫ আগস্ট ২০১৭

ফরাসী বিমানের খুব কাছ দিয়ে গেছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

উত্তর কোরিয়ার ছোড়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এয়ার ফ্রান্সের একটি যাত্রীবাহী বিমানের খুব কাছে চলে এসেছিল বলে জানিয়েছেন ফরাসী কর্মকর্তারা। এয়ার ফ্রান্স কর্তৃপক্ষ জানান, ২৮ জুলাই ছোড়া ক্ষেপণাস্ত্রটি যেখানে পড়েছে তার মাত্র ১০ মিনিট আগে ৩৩০ জনের বেশি আরোহী নিয়ে এয়ার ফ্রান্সের বিমানটি ওই এলাকা অতিক্রম করে। এ ঘটনার পর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে উত্তর কোরিয়ার চারপাশে ‘নো ফ্লাইং জোন’ এর সীমানা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। -ইয়াহু নিউজ ছদ্মবেশী মাছ দুষ্প্রাপ্যতার কারণে ‘ফ্রগফিশ’ মাছ যত না বিখ্যাত তারচেয়ে বেশি বিখ্যাত ছদ্মবেশী ক্ষমতার কারণে। নিজেকে রক্ষা বা শিকার ধরার জন্য এ মাছ কখনও পাথরের মতো, কখনও শ্যাওলার মতো, বালির ঢিবির মতো বা অন্য রূপ ধারণ করতে পারে। আর সে অনুযায়ী বদলাতে পারে গায়ের রং। সম্প্রতি ধারণ করা এক ভিডিওতে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে সমুদ্রের পানির তলায় একটি ফ্রগফিশকে হেঁটে বেড়াতে দেখা যায়। -ডেইলি মেইল
×