ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভিনগ্রহের জীব ঠেকাতে...

প্রকাশিত: ০৬:২৬, ৫ আগস্ট ২০১৭

ভিনগ্রহের জীব ঠেকাতে...

পৃথিবীকে ভিনগ্রহের জীব থেকে রক্ষা করার লক্ষ্যে ‘প্ল্যানেটরি প্রটেকশন অফিসার’ খুঁজছে নাসা। এ প্ল্যানেটরি প্রটেকশন অফিসারের কাজ হবে পৃথিবী থেকে যেসব মানুষ এবং মহাকাশযান মহাকাশে যাচ্ছে, সেগুলো যেন কোন জীবদূষণের শিকার না হয় সেটা দেখা। পৃথিবীর জীব-জীবাণু যেন আবার অন্য গ্রহে গিয়ে সেখানে দূষণ না ঘটায় সেটাও তাকে দেখতে হবে। কেবল মার্কিন নাগরিকরা এ পদের জন্য আবেদন করতে পারবেন। বিবিসি
×