ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়ানাক্রাই ভাইরাস হিরো মার্কাস হাচিনস যুক্তরাষ্ট্রে গ্রেফতার

প্রকাশিত: ০৬:২২, ৫ আগস্ট ২০১৭

ওয়ানাক্রাই ভাইরাস হিরো মার্কাস হাচিনস যুক্তরাষ্ট্রে গ্রেফতার

ক্ষতিকর ভাইরাস ছড়িয়ে অর্থ আত্মসাতের অভিযোগ ওয়ানাক্রাই ভাইরাস বন্ধে সহায়তাকারী ব্রিটিশ কম্পিউটার বিশেষজ্ঞ মার্কাস হাচিনসকে অপ্রাসঙ্গিক ম্যালওয়্যার হামলার অভিযোগে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই গ্রেফতার করেছে। গত ১২ মে দেড়শটি দেশের তিন লাখ কম্পিউটারে ওয়ানাক্রাই নামের ভাইরাসের বিস্তার অসাবধানতাবশত বন্ধ করে দিয়ে ২৩ বছরের স্বশিক্ষিত তরুণ মারকাস হিরো বনে গিয়েছিলেন। খবর ইন্ডিপেন্ডেন্ট অনলাইন ও গার্ডিয়ানের। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কাস ম্যালওয়ারটেক নামেই পরিচিত। মার্কাসের এক সহকর্মী বলেন, ‘ক্ষতিকর ভাইরাস নিয়ে অনুসন্ধান করাই তার কাজ। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাকে আটক করে বিশাল ভুল করেছে।’ তবে বহু আগ থেকেই যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে সাইবার অপরাধ তদন্ত চলছে। বুধবার নেভাডার লাস ভেগাসে তিনি গ্রেফতার হন। ক্রোনোস ব্যাংকিং ট্রোজেন নামের ভাইরাস তৈরি ও তা ছড়িয়ে দেয়ার অপরাধে উইসকনসিনের পশ্চিমাঞ্চলের একটি জেলার আদালত ছয়টি অভিযোগ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অর্থ হাতিয়ে নিতে ব্যাংকিং পাসওয়ার্ড চুরি করতে কম্পিউটারে ই-মেইলে এমএসওয়ার্ড ফাইল সংযুক্তির মাধ্যমে ক্ষতিকর ক্রোনোস ভাইরাস ছড়িয়ে দেয় হয়। উইসকনসিনের এক আইনজীবী বলেন, কানাডা, জার্মানি, পোল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য ও অন্য দেশের ব্যাংকিং ব্যবস্থায় ভাইরাস ছড়িয়ে আর্থিক সুবিধা লাভের অভিযোগ রয়েছে। ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার জন্য ক্রোনোসকে ভয়ঙ্কক হুমকি হিসেবে উল্লেখ করেছেন ওই আইনজীবী। প্রায় দুই বছর তদন্ত ও অনুসন্ধানের পর যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা মার্কাসের বিরুদ্ধে অভিযোগ করে। তার এক অজ্ঞাত সহযোগীও আছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সেই সহযোগীকে নিয়ে দুই বছর তিনি ক্রোনোস ভাইরাস তৈরি, বিক্রি ও রক্ষণাবেক্ষণের কাজ করেছেন। ২০১৪ সালের জুলাই থেকে পরের বছরের একই সময় পর্যন্ত এ্যালফাবে মার্কেট নামের একটি অনলাইন কেনাবেচার সাইটের মাধ্যমে এ ভয়ঙ্কর ভাইরাসটি বিস্তারের অভিযোগ তার সহযোগীর বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় পুলিশ সার্ভার জব্দ করে গত ২০ জুলাই ওই ওয়েবসাইটটিও বন্ধ করে দিয়েছে। এর পনেরো দিন আগে এ্যালফাবে মার্কেটের প্রতিষ্ঠাতা কানাডীয় নাগরিক আলেক্সন্ডার কেইজকেও আটক করা হয়েছে। লাস ভেগাসে অনুষ্ঠিত ডেফ কন হ্যাকিং সম্মেলনে শেষে যুক্তরাজ্যে ফেরার পথে মার্কাসকে গ্রেফতার করেছে এফবিআই। সম্মেলনে তিনি স্থানীয় বিলাসবহুল ফ্ল্যাটে থাকা ও দামী গাড়ি ব্যবহার নিয়ে দম্ভ প্রকাশ করেছিলেন বলে জানা গেছে। মার্কাসের বিরুদ্ধে মামলার বিশেষ এজেন্ট জাস্টিন টলোমিও বলেন, এএফবিআইয়ের শীর্ষ অগ্রাধিকারে রয়েছে সাইবার অপরাধ। প্রতিবছর সাইবার অপরাধীরা আমাদের কোটি কোটি ডলার হাতিয়ে নিচ্ছে। অপরাধীদের বিচারের আওতায় আনতে এএফবিআই সব সময়ই ঘরোয়া ও আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে কাজ করতে চায়।
×