ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইন্টারনেট ফি কমানো হোক

প্রকাশিত: ০৬:১৩, ৫ আগস্ট ২০১৭

ইন্টারনেট ফি কমানো হোক

ভারতের বহুল প্রচারিত দৈনিক সংবাদ প্রতিদিনের অনলাইন সংস্করণের মাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যায়, মুকেশ আম্বানির ঔওঙ টেলিকম সংস্থা ১০০ জিবি ইন্টারনেট মাত্র ৩০৯ টাকার বিনিময়ে গ্রাহকদের পরিষেবা দেয়ার লক্ষ্যে গত ১৮/০৭/১৭ তারিখে দিল্লীতে এর সূচনা করেন। গ্রামীণফোন বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রতি জিবি ইন্টারনেট মাত্র ২৬ পয়সায় কিনে গ্রাহকদের কাছে বিক্রি করছে ২১৭ টাকায়। উল্লিখিত সংবাদের পরিপ্রেক্ষিতে ইন্টারনেট গ্রাহকদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। গ্রামীণফোন ইন্টারনেট জিবির আকাশচুম্বী বিক্রয়মূল্যের মাধ্যমে বিপুল লভ্যাংশ অর্জন করছে। যা বর্তমান মুক্তিযুদ্ধের পক্ষের জনবান্ধব সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিপন্থী। অথচ মুক্তিযুদ্ধের পক্ষ্যের জনবান্ধব সরকার সারাদেশে ইন্টারনেট পরিষেবার বিস্তার ঘটিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিনিয়ত বিরামহীন কাজ করে যাচ্ছে। অনতিবিলম্বে স্বল্পমূল্যে প্রতি জিবি ইন্টারনেট পরিষেবা গ্রাহকদের মাঝে প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান মুক্তিযুদ্ধের পক্ষের জনবান্ধব সরকারের প্রধানমন্ত্রী সমীপে বিশেষভাবে অনুরোধ জানাই। মোঃ রফিক উদ্দীন ও মঈন উদ্দিন বগুড়া
×