ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুরান ঢাকায় মানসম্মত শিক্ষার অভাব প্রকট

প্রকাশিত: ০৬:১৩, ৫ আগস্ট ২০১৭

পুরান ঢাকায় মানসম্মত শিক্ষার অভাব প্রকট

দীর্ঘদিন থেকে পুরান ঢাকার বিভিন্ন স্কুল-কলেজে মানসম্মত শিক্ষার অভাব প্রকট। গুণগত মানসম্মত শিক্ষা সঙ্কটে পুরান ঢাকার শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙ্গে পড়েছে। ভাল ও শিক্ষিত শিক্ষকের অভাব, অভিজ্ঞ শিক্ষক, প্রশাসন ও অর্থের সঙ্কটে জর্জরিত। শিক্ষাই জাতির মেরুদ-। আর এই শিক্ষা বিস্তারে পুরান ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান অবহেলিত এবং উদাসীন। পরীক্ষার পাসের হার অনেক নিম্নমুখী। কোচিং শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হওয়ার কারণে পুরান ঢাকার শিক্ষকম-লী এখন স্কুল-বিদ্যালয়ে শিক্ষা পাঠদান ঠিকমতো করছেন না। এতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশা করি পুরান ঢাকায় শিক্ষার মানসম্মত ও গুণগত উন্নয়নের স্বার্থে শিক্ষা ব্যবস্থা উন্নতিকরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় যথাযথ দৃষ্টি দেবে। মাহবুব চৌধুরী ঢাকা-১২০৪
×