ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রিস্টালের মোবাইল

প্রকাশিত: ০৬:০০, ৫ আগস্ট ২০১৭

ক্রিস্টালের মোবাইল

এবার আসছে স্বচ্ছ ক্রিস্টালের তৈরি ফোন। এটি বাজারে আনছে ইউএমআইডিজি নামের একটি সংস্থা। ফোনটি দেখতে বেশ আকর্ষণীয়। এই ফোনের স্ক্রিনের পুরোটা জুড়ে আছে ডিসপ্লে। এছাড়াও ক্রিস্টাল ফোনের কনফিগারেশনও অনেকটাই উন্নত। বেজেললেস ডিজাইনে তেরি ফোনটিতে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০ পিক্সেল। ছবির জন্য ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। সেলফির জন্য আছে ৫ মেগাপিক্সেলে ক্যামেরা এতে অক্টাকোর মিডিয়াটেক এমটি৬৭৫৭ টি হেলিও পি২৫ প্রসেসর রয়েছে। দুটি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটিতে আছে ২ জিবি র‌্যাম ১৬ জিবি রম। অন্য ফোনটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি মেমোরি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। ফোনটি এ্যান্ড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেমে চলবে। ব্যাকআপের জন্য রয়েছে ৪৫০০ মিলিএ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। কানেকটিভিটির জন্য আছে ফোরজি, ওয়াইফাই, থ্রিজি, জিপিএস এবং ইউএসবি। অসাধারণ লুকের ফোনটির দাম করা হয়েছে ৯৯ ডলার। টেক নিউজ অবলম্বনে।
×