ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অভিনব উদ্যোগ

প্রকাশিত: ০৬:০০, ৫ আগস্ট ২০১৭

অভিনব উদ্যোগ

গরম কি কেবলমাত্র আমাদের মানুষদের লাগে নাকি? গরমে কষ্ট পশুদেরও হয়। তারাও আমাদের মতোই অতিরিক্ত গরমে খুব কষ্ট পায়। আর পশুদের সেই কষ্টের কথা চিন্তা করে গরমকালে পশুদের কীভাবে শরীর ঠা-া রাখা যায়, তার নতুন প্রচেষ্টা করছে সাংহাই ওয়াইল্ডলাইফ পার্ক। জিংহুয়া নিউজ এজেন্সি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে সাংহাই ওয়াইল্ডলাইফ পার্কে গরমকালে অভিনব ব্যবস্থা করা হয়েছে পশুদের জন্য। জুলাই এবং আগস্ট মাস সাংহাইয়ে সব থেকে বেশি তাপমাত্রা থাকে। দিনের বেলায় প্রায় ৩৭ ডিগ্রী তাপমাত্রা থাকে। এই তাপমাত্রা থেকে পশুদের রক্ষায় ঠা-া ঘর তৈরি করেছে পার্কটির কর্তৃপক্ষ। প্রচ- গরমে রাত ও দিনের বেলায় পশুগুলোকে এ ঘরের মধ্যে রাখা হয়। সাংহাই ওয়াইল্ডলাইফ পার্কের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে অনেকে। জিংহুয়া নিউজ অবলম্বনে।
×