ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট

প্রকাশিত: ০৫:৫৮, ৫ আগস্ট ২০১৭

চট্টগ্রাম থেকে  ৪১৯ হজযাত্রী  নিয়ে প্রথম ফ্লাইট

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম থেকে হজযাত্রী নিয়ে ১৫টি ফ্লাইটের প্রথমটির সিডিউল শুক্রবার রাতে। রাত ১১টা ৪৫ মিনিটে ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ৪১৯ জন হজযাত্রী নিয়ে যাত্রা করার কথা। বিমানবন্দরে উপস্থিত থেকে সরাসরি হজ ফ্লাইট উদ্বোধন করতে চট্টগ্রামে আসেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তার সঙ্গে রয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এবং শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আজ শনিবার সকালের মধ্যেই হজযাত্রীরা জেদ্দায় পৌঁছে যাবেন বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র। বন্দরনগরী চট্টগ্রাম থেকে এবার হজযাত্রীর সংখ্যা প্রায় ১৪ হাজার। যাত্রী পরিবহনের সুবিধার্থে চট্টগ্রাম থেকে পরিচালনা করা হচ্ছেÑ ১৫টি সরাসরি ফ্লাইট। বিশেষ এ ফ্লাইটগুলো ছাড়াও বিভিন্ন সিডিউল্ড ফ্লাইটে যাচ্ছেন অনেক হজযাত্রী। বিশেষ এ ফ্লাইটগুলোর মধ্যে দুটি ফ্লাইট সরাসরি অবতরণ করবে সৌদি আরবের মদিনায়। বাংলাদেশ থেকে এ প্রথম কোন হজযাত্রী ফ্লাইট মদিনায় যাচ্ছে। ফ্লাইটগুলো আগামী ২০ আগস্ট পর্যন্ত জেদ্দা ও মদিনায় বাংলাদেশী হজযাত্রী পরিবহন করবে। হজ এজেন্সিগুলোর সংগঠন ‘হাব’ সূত্রে জানা যায়, সরাসরি ফ্লাইটে যেতে পারবেন ৬ হাজার ২৮৫ হজযাত্রী। বাকিরা যাত্রা করবেন বিভিন্ন সিডিউল্ড ফ্লাইটে। চট্টগ্রাম থেকে জেদ্দাগামী বিভিন্ন ফ্লাইটেও যাচ্ছেন হজযাত্রীরা। এর মধ্যে অনেকেই জেদ্দায় পৌঁছেও গেছেন। চট্টগ্রাম বিমানবন্দর সূত্রে জানা যায়, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে হজ ফ্লাইটগুলো পরিচালনায় প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোন ধরনের জটিলতা কিংবা অনিশ্চয়তা যেন না থাকে সে ব্যাপারে বিমান কর্তৃপক্ষ যথেষ্ট সজাগ রয়েছে। চট্টগ্রামের হজযাত্রীরা অত্যন্ত পরিবেশে জেদ্দা ও মদিনায় পৌঁছাবেন বলে আশাবাদ কর্তৃপক্ষের। এদিকে, হজযাত্রীর সংখ্যা বেশি হওয়ায় চট্টগ্রাম থেকে আরও বেশি ফ্লাইট পরিচালনার দাবি রয়েছে হাব নেতৃবৃন্দের। কেননা, সকল যাত্রী নির্বিঘেœ পৌঁছাতে পারবেন কি না তা নিয়ে কিছুটা সংশয়ে রয়েছেন তারা। তবে বিমান কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চয়তা দেয়া হয়েছে যে, যতক্ষণ পর্যন্ত হজযাত্রী থাকবেন ততক্ষণই ফ্লাইট পরিচালনা করা হবে। প্রয়োজনে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। এ ব্যাপারে বিমানের সর্বোচ্চ পর্যায় অবহিত এবং সজাগ রয়েছে।
×