ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হেইলি সুকায়ামা ওয়াশিংটন পোস্ট

এক্সবক্সে আরও ৪ ক্লাসিক হালো টাইটেল

প্রকাশিত: ০৫:৫৬, ৫ আগস্ট ২০১৭

এক্সবক্সে আরও ৪ ক্লাসিক হালো টাইটেল

হালো গেমের দীর্ঘকালের ভক্তদের জন্য একটা সুসংবাদ। এ বছর ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো (ই)তে হালো সম্পর্কে নতুন কিছুই না বলার পর মাইক্রোসফট ঘোষণা করেছে যে এক্সবক্স ওয়ান শীঘ্রই ক্লাসিক ফ্রাঞ্চাইজির আরও চারটি গেম ধারণ করবে। সেগুলো হচ্ছে হালো ৩, হালো ৩; ওডিএসটি, হালো ৪ এবং হালো : সিই এনাইভার্সারি। সম্প্রতি কোম্পানির এক ব্লগ পোস্টে জানানো হয় যে গেমগুলো কখন ছাড়া হবে সেই সংক্রান্ত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে। মাইক্রোসফট সামনে যে এক্সবক্স ওয়ান এক্স আসছে তার জন্য হালো ৫ এর ৪কে ভার্সনও ছাড়বে। গেমাররা নতুন কনসোলের ছাড়া রিমাস্টার্ড সংস্করণের মাধ্যমে এক্সবক্স ওয়ানে কয়েকটি পুরনো হালো গেমও খেলতে পারেন। তবে নতুন যে ঘোষণাটি দেয়া হয়েছে তার ফলে দীর্ঘদিনের পুরনো ফ্যানদের পক্ষে পুরনো ডিস্ক ব্যবহার করা সম্ভব হবে। কোম্পানি এক্সবক্স ৩৬০ ও এক্সবক্স ওয়ানের মধ্যে এসব গেমের জন্য মাল্টিপ্লেয়ার সহায়তাও দেবে। খেলোয়াড়রা যারা পুরনো ব্যবস্থা আঁকড়ে ধরে আছে কিংবা যাদের বন্ধুরা ধরে আছে তাদের জন্য এ এক দারুণ খবর। অতীতে নতুন ব্যবস্থায় আপগ্রেড করার অর্থই হতো পুরনো লাইব্রেরি বাদ দিয়ে বসা। তবে ডিজিটাল বণ্টন ব্যবস্থার আবির্ভাবের ফলে কোম্পানিগুলোর পক্ষে এক ব্যবস্থা থেকে নতুন এক ব্যবস্থায় উত্তরণের পরও পুরনো গেমগুলোকে রাখার ব্যবস্থা করা সহজতর হয়েছে। গেমিংয়ের তিন বড় কোম্পানিÑ মাইক্রোসফট, সমি ও মিনটেনডো সবাই আধুনিক ডিভাইসগুলোতে খেলোয়াড়রা খেলতে পারে এমন পুরনো গেমের সংখ্যা প্রসারের চেষ্টা বাড়িয়ে তুলেছে। সম্প্রতি সনি ঘোষণা করেছে সে বেশকিছু পিএস৪ গেম তার ক্লাউড সার্ভিস প্লেস্টেশন নাউ-এ আসবে। তার ফলে রেড ডেড রিডেম্পশনের মতো টাইটেলগুলো পিসিতে খেলা সম্ভব হবে। মিনটেনডো ও ‘সুইচ’ কনসোলের জন্য তার অনলাইন সার্ভিসে ক্লাসিক গেমের লাইব্রেরিতে প্রবেশের ব্যবস্থা রাখবে। সুইচ ২০১৮ সালে কোন এক সময়ে মাসিক ২০ ডলারে চালু হবে। এসব সমাধানের কোনটাই অবশ্য নিখুঁত নয়। মাইক্রোসফটের পুরনো লাইব্রেরিটা বিশাল তবে কোথাও প্রায় পূর্ণাঙ্গ নয়। একই সমালোচনা করা যেতে পারে সনির ব্যাপারে। মিনটেনডো এখনও পর্যন্ত জানায়নি এর কতগুলো ক্লাসিক গেম পাওয়া যাবে। তারপর এ ধরনের ঘোষণা উৎসাহব্যঞ্জক।
×