ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার হাসপাতাল ত্যাগের হুমকি

প্রকাশিত: ০৫:২৮, ৫ আগস্ট ২০১৭

এবার হাসপাতাল ত্যাগের হুমকি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় করা অভিযোগ প্রত্যাহারের অব্যাহত হুমকির পর এবার গুরুতর আহতকে হাসপাতাল ত্যাগের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে হামলাকারী সন্ত্রাসীদের স্বজনরা শেবাচিমে ভর্তি রোগীকে এ হুমকি দিয়েছে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন জেলার বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের দক্ষিণ বড় চাউলাকাঠী এলাকার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ অভিযোগ করেন, বড় চাউলাকাঠী নুরানী তালিমুল কোরআন দারুস সুন্নাত ও হাফেজিয়া মাদ্রাসার নিজস্ব সম্পত্তি দীর্ঘদিন থেকে দখল করার চেষ্টা করে আসছে একই এলাকার সামসুল হক সরদারের পুত্র চিহ্নিত সন্ত্রাসী শহিদুল ইসলাম। তিনি (হারুন) মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হওয়ায় ওই জমি দখলের বাধা সৃষ্টি করেন। ফলে শহিদুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য শাহ আলম তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় গত ৩১ জুলাই হারুন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১ আগস্ট সন্ধ্যায় ইউপি সদস্য শাহ আলমের নেতৃত্বে শহিদুল ইসলামসহ তাদের ১৫-১৬ সহযোগী হামলা চালিয়ে হারুন-অর রশিদকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এরই মধ্যে শুক্রবার সকালে হামলাকারী সন্ত্রাসীদের স্বজনরা শেবাচিমে এসে তাকে (হারুন) হাসপাতাল ত্যাগ করার জন্য হুমকি দিয়েছে।
×