ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামিনে এসেই হামলা

প্রকাশিত: ০৫:২৭, ৫ আগস্ট ২০১৭

জামিনে এসেই হামলা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৪ আগস্ট ॥ বাউফলে একটি মামলার আসামিরা জামিনে এসে বাদীর বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছে। বৃহস্পতিবার রাতে ধুলিয়া ইউনিয়নের ঘুরচাকাঠী গ্রামের গাজী বাড়ি এ ঘটনাটি ঘটেছে। জানা গেছে, ওই গ্রামের মোশারেফ হোসেনের সঙ্গে প্রতিপক্ষ ছত্তার গাজীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ছত্তার গাজী ভাড়াটে সন্ত্রাসী নিয়ে মোশারেফ হোসেনের ভোগ দখলকৃত জমির গাছ কেটে নিয়ে যায়। এ ঘটনায় মোশারেফ হোসেন বাদী হয়ে বাউফল থানায় মামলা করেন। ওই মামলায় আসামিরা বৃহস্পতিবার আদালত থেকে জামিনে বের হয়ে ওইদিন রাতে বাদীর বাড়িতে এসে বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং একটি মুরগির খামার বিনষ্ট করে। এ সময় বাদীর স্ত্রী আজমীর সুলতানা (৩৫) বাধা দিলে তাকে পিটিয়ে জখম করে । রৌমারীতে পাঁচ বাড়ি ভস্মীভূত স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রৌমারী উপজেলায় গোয়াল গ্রামে শুক্রবার ভোরে অগ্নিকা-ে পাঁচ ঘর ভস্মীভূত হয়েছে। এ সময় সাতটি গরু, তিনটি ছাগল, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক টাকা। গোয়াল গ্রামের সমেজ উদ্দিনের বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। বাগেরহাটে পানিতে ডুবে শিশু ও গৃহবধূর মৃত্যু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পৃথক ঘটনায় পানিতে ডুবে অলকা বিষ্ণু (৫২) নামে এক গৃহবধূ ও সোনামনি নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুরের দিকে বাগেরহাট শহরের হাড়িখালী ও কচুয়া উপজেলার চরকাঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। উভয়কে বাগেরহাট সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। হাড়িখালীর শিক্ষক কালিদাস বিষ্ণুর সহধর্মিণী অসুস্থ অলকা বিষ্ণু বাড়ির পুকুরঘাটে গেলে সকলের অলখ্যে পানিতে পড়ে যান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনা হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। অপরদিকে, চরকাঠালিয়া গ্রামের জাহিদুল সিকদারের ছেলে সোনামনি খেলতে খেলতে সকলের অলখ্যে পানিতে পড়ে যায়। তাকেও তাৎক্ষণিক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বামী,শ্বশুর আটক স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার কাহালু উপজেলার জিন্নাহপাড়া গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে এক অগ্নিকা-ে গৃহবধূ দগ্ধ হয়। তার নাম স্বপ্না খাতুন (২০)। স্বামী হৃদয় হোসেনও সে ঘরে ঘুমিয়ে ছিল। হঠাৎ আগুন লাগে। চিৎকারে লোকজন ছুটে আসে। গৃহবধূ স্বপ্নাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্বপ্নার স্বামী হৃদয় হোসেন ও স্বপ্নার শ্বশুর ছইম উদ্দিনকে কাহালু পুলিশ আটক করেছে। কিভাবে আগুন লাগলো অথবা কে বা কারা আগুন লাগিয়ে দিল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানায় কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। দুর্গাপুরে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া পাল্টাধাওয়া ॥ আহত ১৫ নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ৪ আগস্ট ॥ বিএনপির পূর্ব নির্ধারিত সদস্য সংগ্রহ অভিযান পৌরসভার কাচারি মোড় পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমানের বাসভবনের সামনে উদ্বোধন করার সময় বিএনপির কেন্দ্রীয় নেতা আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উপস্থিতির পর, বর্তমান পৌর মেয়র মাওঃ মোঃ আব্দুস সালামের বাসভবনের সামনে আওয়ামী লীগ মিছিল ও বিএনপির পাল্টা মিছিল বেলা ২টা দিকে উত্তেজনা সৃষ্টি করে। এক পর্যায়ে ধাওয়া, পাল্টাধাওয়ার সময় উভয় দলের ১৫ জন আহত হয়। এর মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, রমজান আলী, আলম মিয়া, হাবিবুর রহমান, মামুন তালুকদার, মোঃ লেনিন, মোঃ রায়হান, চাঁন মিয়া এবং বিএনপির আনোয়ার হোসেন আসাদসহ বেশ কয়েকজন।
×