ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩০ বছর ধরে নিঃসঙ্গ যে সেতু

প্রকাশিত: ০৫:২৫, ৫ আগস্ট ২০১৭

৩০ বছর ধরে নিঃসঙ্গ যে সেতু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৪ আগস্ট ॥ সংযোগ সড়ক না থাকায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আমসারা খালের ওপর নির্মিত সেতুটি গত ৩০ বছর ধরে নিঃসঙ্গ অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রা জানান, ১৯৮৭ সালের বন্যায় জেলার পীরগঞ্জের জাবরহাট ইউনিয়নের জাবরহাট-বোচাগঞ্জ সংযোগ সড়কের সেতুটির দুই পারের সড়ক পাশের খালে বিলীন হলেও আজও তা মেরামত করা হয়নি। ফলে এই সেতু অকেজো থাকায় ভোগান্তি পোহাচ্ছেন ১০-১২টি গ্রামের কয়েক হাজার মানুষ। এ ইউনিয়নের খাড়িপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেক জানান, বর্ষায় কোমর পানি পাড়ি দিতে হয়। এলাকাবাসী সেতুটির সড়ক মেরামতের জন্য বিভিন্ন দফতরে অসংখ্যবার যোগাযোগ করলেও ব্যর্থ হয়েছে। প্রতিবার কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিলেও কাজ হয়নি বলে জানান তিনি। আরেক গ্রামবাসী জয়নুল হক জানান, সড়কটি মেরামত না করায় ছেলেমেয়েদের বর্ষায় অনেক পথ ঘুরে স্কুলে যেতে হয়। এলাকাবাসীরা জানায়, স্বাধীনতার আগে তৈরি সেতুটির দুই পাশের সড়ক ৮৭ সালে বন্যায় বিচ্ছিন্ন হয়ে যায়। এতে খালের পূর্ব পাড়ের কয়েকটি গ্রামের সঙ্গে জাবরহাট ইউনিয়ন পরিষদের পশ্চিম পাড় এবং বোচাগঞ্জ উপজেলার সঙ্গে যোগাযোগে ভোগান্তি বাড়ে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ইসমাঈল হোসেন বলেন, ‘আমি নতুন এসেছি। এটি সম্পর্কে জানি না। আমসারা সেতু সম্পর্কে জেনে ও সরেজমিন দেখে উধর্তন কর্তৃপক্ষকে জানাব।’ উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন, দেরিতে হলেও এটি মেরামত করা হবে। বিষয়টি আমি জানি এবং স্থানীয় সংসদ সদস্য তিনিও অবগত আছেন।’
×