ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাবিতে আন্দোলন প্রত্যাহার

প্রকাশিত: ০৫:২৫, ৫ আগস্ট ২০১৭

জাবিতে আন্দোলন প্রত্যাহার

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় প্রশাসনের শিক্ষার্থীদের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের লিখিত সম্মতি দেয়ায় আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে শিক্ষার্থীরা। বিশ^বিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে টানা ২ মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের অবসান হলো। গত ৩ আগস্ট বিকেল সাড়ে ৪টা থেকে রাত দেড়টা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে দফায় দফায় আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের ওপর পুলিশী হামলার জন্য দুঃখ প্রকাশ করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রো-ভিসি অধ্যাপক আবুল হোসেন, প্রো-ভিসি অধ্যাপক আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক আলোচনায় অংশ নেয়। এতে শিক্ষার্থীদের পক্ষে অংশ নেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম, সাধারণ সম্পাদক নজির আমিন চৌধুরী জয়, ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি মাসুক হেলাল অনিক, সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি তৌহিদ হাসান শুভ্র, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইনসহ প্রায় ২০ জনের একটি প্রতিনিধি দল।
×