ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুড়িয়ে মারা হয়তিনজনকে

বরিশালে পেট্রোলবোমা হামলা মামলার তদন্তে অগ্রগতি নেই

প্রকাশিত: ০৫:২৪, ৫ আগস্ট ২০১৭

বরিশালে পেট্রোলবোমা হামলা মামলার তদন্তে অগ্রগতি নেই

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী হরতাল ও অবরোধ চলাকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ মাহিলাড়া এলাকায় ট্রাকে পেট্রোলবোমা হামলা চালিয়ে ট্রাক চালক ও হেলপারসহ তিনজনকে পুড়িয়ে মারার ঘটনায় দায়েরকৃত ট্রিপল মার্ডার মামলায় গত ৩০ মাসেও চার্জশীট দিতে পারেনি পুলিশ। সূত্রমতে, মামলার তদন্তেও নেই কোন অগ্রগতি। তিন তদন্তকারী কর্মকর্তা বদল করেও চাঞ্চল্যকর এ মামলার রহস্য উদ্ঘাটন করতে না পারায় ত্রিপল মার্ডারের সঙ্গে জড়িতদের শেষপর্যন্ত বিচার হবে কিনা এ নিয়ে নানা শঙ্কা বিরাজ করছে। যে কারণেই হতাশ হয়ে পড়েছেন নিহতদের পরিবার ও এলাকাবাসী। সূত্রে আরও জানা গেছে, ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারির চাঞ্চল্যকর ত্রিপল মার্ডারের মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করে কোন কূল-কিনারা করতে না পেরে সিআইডিতে হস্তান্তর করে। মামলার এজাহারের সাীর কলামে কারও নাম উল্লেখ না থাকায় মামলাটি তদন্ত করতে গিয়ে বিপাকে পড়েন তদন্তকারী কর্মকর্তারা। বর্তমানে বরিশাল সিআইডির এএসপি মোঃ রেজাউল হকের কাছে মামলাটির তদন্তভার ন্যস্ত করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তারা এ পর্যন্ত এজাহারভুক্ত ও সন্দেহভাজন ১৩ আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলেও পরবর্তীতে তারা (আসামি) উ"চ আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন। এছাড়া মামলার এজাহারভুক্ত ২২ জন ও সন্দেহভাজন পাঁচ আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। জানা গেছে, ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাত আটটার দিকে গাজীপুর বাঘেরবাজার থেকে পোল্টি ফিড বোঝাই করে ট্রাক বরিশালের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে ট্রাকটি ৭ ফেব্রুয়ারি ভোর সোয়া পাঁচটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর দণি মাহিলাড়ার হাওলাদার বাড়ির কাছে পৌঁছলে দুবর্"ত্তরা ট্রাকটিতে পেট্রোল বোমা নিপে করে। এতে ট্রাকে আগুন ধরে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই ফরিদপুর সদর থানার বদরপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার পুত্র ট্রাকচালক ইজাজুল মিয়া (৩৩), হেলপার একই উপজেলার গোয়ালচামট গ্রামের মৃত কাদের বিশ্বাসের পুত্র ফরিদ ওরফে মুন্নু বিশ্বাস (৪০) ও ট্রাক চালকের শ্বশুর একই উপজেলার ব্যাংডোবা গ্রামের মোতালেব শেখ (৬৫) নিহত হয় এ ঘটনায় গৌরনদী মডেল থানার এসআই মোঃ জুবায়ের হোসেন বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখসহ বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মীকে আসামি করে ত্রিপল মার্ডারের ঘটনায় ওইদিন সন্ধ্যায় থানায় একটি মামলা দায়ের করেন।
×