ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলন্ত ট্রাকে ধর্ষণের শিকার কিশোরীকে সংশোধন কেন্দ্রে প্রেরণ

প্রকাশিত: ০৫:২৪, ৫ আগস্ট ২০১৭

চলন্ত ট্রাকে ধর্ষণের শিকার কিশোরীকে সংশোধন কেন্দ্রে প্রেরণ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ গাজীপুর থেকে নারায়ণগঞ্জগামী চলন্ত ট্রাকে গণধর্ষণের শিকার কিশোরীকে (১৫) গাজীপুর কিশোর সংশোধন কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ধর্ষিত কিশোরী নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালতের খাস কামরায় ২২ ধারায় জবানবন্দী প্রদান করে। মেয়েটির আবেদনের প্রেক্ষিতে সন্ধ্যায় তাকে (সেফ হাউস) নিরাপত্তা হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। পরে রাতেই তাকে গাজীপুর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দীন। পুলিশ জানায়, নির্যাতনের শিকার কিশোরীর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাকে নারায়ণগঞ্জ আদালতে নেয়া হয় ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করার জন্য। জবানবন্দী শেষে মেয়েটিকে তার বাবা পরিবারের কাছে নিয়ে যাওয়ার জন্য আবেদন করে। কিন্তু মেয়েটি পরিবারের কাছে যেতে অসম্মতি জানিয়ে তাকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর জন্য আবেদন করেন। পরে আদালত মেয়েটিকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। পরে কারাকর্তৃপক্ষ তাকে রাতেই গাজীপুর কিশোর সংশোধনী কেন্দ্রে প্রেরণ করে। পুলিশ আরও জানায়, নির্যাতিত কিশোরীটিকে জন্মের ছয়দিন পর দত্তক আনে পরিবারটি। অভাব অনটনের সংসারে বেড়ে উঠে মেয়েটি। কিন্তু সে কিছুটা মানসিক প্রতিবন্ধী হওয়ার কারণে খুব সহজে রেগে যায়। যে কারণে মায়ের সঙ্গে প্রায় অভিমান করে বাড়ি থেকে বেরে হয়ে যেত। এর আগে আরও দুইবার সে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। প্রায় দেড় বছর আগে একটি ছেলের সঙ্গে বিয়ে দেয়া হয়। কিন্তু সেই ছেলের সঙ্গে সংসার টিকেনি মেয়েটির। সিদ্ধিরগঞ্জ থানার ওসি জানান, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মেয়েটিকে উদ্ধারের পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে বাবা নারায়ণগঞ্জে ছুটে আসেন। কিন্তু আদালতে জবানবন্দী শেষে মেয়েটি পরিবারের কাছে ফিরে না যাওয়ায় তিনি অনেকটা হতাশা নিয়েই বাড়ি ফিরে যান । উল্লেখ্য, মঙ্গলবার রাত ৮টায় মায়ের সঙ্গে অভিমান করে গাজীপুর চৌরাস্তায় আসে। এ সময় ট্রাক চালক মেহেদী হাসান রানা ও হেলপার সোহান ওরফে তুহিন তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে মালবাহী ট্রাকের ভেতরে তুলে নেয়। পথে এয়ারপোর্ট এলাকাসহ কয়েকটিস্থানে চালক মেহেদী হাছান ও হেলপার সোহান তাকে ৩ দফায় ৬ বার ধর্ষণ করে। বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এসিআই এলাকায় ট্রাকের ভেতর মেয়ে কান্নার শব্দ শুনে লোকজন এগিয়ে আসে। পরে মেয়েটিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ট্রাকের চালক মেহেদী হাসান রানা ও হেলপার সোহান ওরফে তুহিনকে গ্রেফতার করেছে। দুই আসামি পুলিশ হেফাজতে চারদিনের রিমান্ডে রয়েছে।
×