ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোরে প্রতিবন্ধী শিশু ধর্ষিত, অভিযুক্তকে গণধোলাই

প্রকাশিত: ০৫:২৪, ৫ আগস্ট ২০১৭

যশোরে প্রতিবন্ধী শিশু ধর্ষিত, অভিযুক্তকে  গণধোলাই

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ এক প্রতিবন্ধী শিশুকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকার লোকজন অভিযুক্ত জামাল হোসেনকে (২৮) গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। জামাল বর্তমানে পুলিশ হেফাজতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের শেখহাটি খাঁ পাড়ায় এ ঘটনাটি ঘটে। আহত জামাল সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। বর্তমানে তিনি শেখহাটি খাঁ পাড়ায় এলাকার সিরাজের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। ভুক্তভোগীর পিতা অভিযোগ করেন, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে জামাল বাড়িতে ঢুকে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে জামালকে ধরে গণধোলাই দেয়। পরে উপশহর ফাঁড়ির এসআই আব্দুর রহিমকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে জামালকে আটক করেন। এ সময় তিনি প্রতিবন্ধী শিশু ও জামালকে হাসপাতালে ভর্তি করেন। তবে হাসপাতালে চিকিৎসাধীন জামাল জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি নিজের চা দোকানের পেছনে একটি বাড়িতে বাথরুম করতে যান। বাথরুম থেকে বের হতেই পূর্বশত্রুতার জের ধরে এলাকার ইসলাম ও রাসেল তাকে মারধর করে। তখন স্থানীয় লোকজন ছুটে আসলে ইসলাম ও রাসেল প্রতিবন্ধী শিশু ধর্ষণের অপবাদ দেয়। এ সময় স্থানীয় জনতা তাকে মারধর করে। হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ফারজানা ববি বলেন, প্রতিবন্ধী শিশু আলামত সংগ্রহ করা হয়েছে। আগামী শনিবার পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। ধর্ষণের ঘটনা সত্য কিনা তখনই নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে এসআই রহিম বলেন, স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে জামাল ও শিশু মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি এখন তদন্তাধীন।
×