ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তারামন বিবি অসুস্থ, রংপুর সিএমএইচে ভর্তি

প্রকাশিত: ০৫:২৩, ৫ আগস্ট ২০১৭

তারামন বিবি অসুস্থ, রংপুর সিএমএইচে ভর্তি

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বীরপ্রতীক তারামন বিবি অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘদিনের শ্বাসকষ্ট আর কাশি বৃদ্ধি পেয়েছে। নিজে চলাচল করতে পারছেন না কয়েকদিন থেকে। দীর্ঘদিন শয্যাশায়ী হওয়ায় শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে রংপুর সম্মিলিত হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে তাকে। রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন জানান, অসুস্থ তারামন বিবিকে চিকিৎসাসেবা প্রদানে নিয়মিত খোঁজখবর রাখা হতো। হঠাৎ তার শ্বাসকষ্টের সঙ্গে কাশিটা অনেক বেড়ে গেছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় দিকে কয়েকবার অক্সিজেন ও নেবুলাইজেশনের সহযোগিতা নিয়ে শ্বাস নিচ্ছেন। চলাফেরা করতেও অন্যের সহযোগিতা নিতেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য রংপুরে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে। তারামন বিবির ছেলে আবু তাহের জানান, উপজেলার কাচারিপাড়া গ্রামে পবিবারের সঙ্গে মা থাকতেন। রাজীবপুর হাসপাতালের চিকিৎসক ডাঃ দেলোয়ার হোসেন নিয়মিত বাড়িতে এসে চিকিৎসা করার পাশাপাশি খোঁজখবর রাখতেন। বৃহস্পতিবার রাতে মায়ের শরীরের অবস্থার অবনতি হলে বংপুর নেয়ার পরামর্শ দেন ডাক্তার। তাই রংপুর নিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, অন্যের সহযোগিতা ছাড়া মা কিছুই করতে পারেন না। রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফাউজুল কবীর জানান, তারামন বিবির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জেলা প্রশাসকের সঙ্গে পরামর্শ করেছি। তার পরামর্শে একটি স্পিডবোট সংগ্রহ করে তাড়াতাড়ি রংপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
×