ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

সাতক্ষীরায় শিশুসহ নিহত চার

প্রকাশিত: ০৫:২২, ৫ আগস্ট ২০১৭

সাতক্ষীরায় শিশুসহ নিহত চার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় বাসাবাড়িতে ঢুকে দুইজন নিহত হয়েছে। অপর দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও ২ জনের। শুক্রবার জেলার কলারোয়া, তালা ও শ্যামনগর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছে ২০ জন। খুলনা থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভৈরবনগর রাস্তার পাশে রুহুল কুদ্দুস মোড়লের বাড়ির ভেতর ঢুকে পড়লে তারাপদ ম-লের স্ত্রী গুরুদাসী (৪৫) ও গফ্ফারের মেয়ে আছিয়া (৬) ঘটনাস্থলেই মারা যায়। শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ২০ জন যাত্রী আহত হয়। তাদের সাতক্ষীরার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাটকেলঘাটা থানার অফিসার মহিবুল ইসলাম নিহতের ঘটনা নিশ্চিত করেছেন। অপর ঘটনায় সকাল সাড়ে ৭টার দিকে শ্যামনগর উপজেলা সদরে কেন্দ্রীয় ঈদগাহসংলগ্ন প্রধান সড়কের ওপরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লাইলী বেগম (৬০) নামে এক মহিলা ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত লাইলী বেগম হরিনগর গ্রামের নুর ইসলাম শেখের স্ত্রী। এ ঘটনায় স্বামী নুর ইসলাকে আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের ছেলে আমিনুর জানান, মোটরসাইকেলযোগে শ্যামনগর সদরে চিকিৎসকের কাছে আসার সময় ঈদগাহের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মা নিহত হয়। অন্যদিকে শুক্রবার বেলা ১১টার দিকে বাসের চাকায় পিষ্ট হয়ে কলারোয়ায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। উপজেলার ইলিশপুর-কোটার মোড় এলাকায় যশোর-সাতক্ষীরা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাওন (২৭) যশোর জেলার শার্শা উপজেলার বসতপুর গ্রামের আতিয়ার রহমানের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী শাওনকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শাওন। আশুলিয়ায় শিশু নিজস্ব সংবাদদাতা, সাভার থেকে জানান, নবীনগর-কালিয়াকৈর মহাসড়কের আশুলিয়া থানাধীন ‘মোজার মিল’ বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় সিয়াম (৬) নামের এক শিশু নিহত হয়েছে। সে নওগাঁ জেলার সদর থানার দোরাপুর গ্রামের রহিদুল মিয়ার ছেলে।এ ঘটনার প্রতিবাদে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বাসটি ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, এদিন সকালে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ‘কালিয়াকৈর’ পরিবহনের একটি দ্রুতগতির বাস সিয়ামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক বাসটি ভাঙচুর করে। এ সময় মহাসড়কে ঘণ্টা খানেক যান চলাচল বন্ধ থাকে। সিলেটে শ্রমিক স্টাফ রিপোর্টার, সিলেট অফিস থেকে জানান, ফেঞ্চুগঞ্জ সড়কের পূণ্যখলা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জুয়েল আহমদ (২৫) ফরিদপুর জেলার আলমডাঙ্গার নানু মিয়ার ছেলে। সে পেশায় একজন শ্রমিক বলে জানা গেছে। জানা যায়, সিলেট শহর থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাগামী একটি যাত্রীবাহী বাস ফেঞ্চুগঞ্জের পূণ্যখলা এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে পাশের খাদে বাসটি পড়ে যায়। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান যুবক। হাটহাজারীতে আরোহী নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি থেকে জানান, চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি মহাসড়কে হাটহাজারী ধলই এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ এমরান (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাস্থ দৌলতপুর এবিসি এলাকার মৃত সেকান্দর মিয়ার কনিষ্ঠ পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, মোহাম্মদ এমরান ওই সময় চট্টগ্রাম শহর থেকে বাড়ি যাওয়ার পথে ধলই এলাকায় চলন্ত ট্রাককে পাশ দিতে গিয়ে ধাক্কা খেয়ে চাকার নিচে পড়ে যায়। এতে তিনি স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
×