ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে ছাত্রলীগের দুই নেতাকেবহিষ্কার যৌন নির্যাতন চেষ্টা

প্রকাশিত: ০৫:২১, ৫ আগস্ট ২০১৭

সিরাজগঞ্জে ছাত্রলীগের দুই নেতাকেবহিষ্কার  যৌন নির্যাতন চেষ্টা

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ কাজিপুরে এক তরুণীকে যৌন নির্যাতনের চেষ্টা মামলায় কেন্দ্রীয় সিদ্ধান্তে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা, নাটুয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম ডনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরী বৈঠকে সর্বসম্মতিক্রমে সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এ সিদ্ধান্ত নেন। এছাড়াও যৌন হয়রানির ঘটনায় ছাত্রলীগ কর্মী কাজিপুর উপজেলার চরগিরিশ এলাকার ফরহাদ হোসেন রেজা, নুর মোহাম্মদ, মুকুল হোসেন, আল-আমিন আটক করে বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ হাজির করলে আদালতের বিচারক শরিফুল ইসলাম তাদের কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র ও কাজিপুর থানা পুলিশ জানায়, বুধবার দুপুরে বগুড়া জেলার শেরপুর উপজেলার খানছায়াপুর গ্রামের সুমাইয়া পারভীন তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে কাজিপুর উপজেলার যমুনা নদীর নাটুয়াপাড়া চরে তার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের আটক করে যৌন নির্যাতনের চেষ্টা চালায়। শ্রীপুরে দুই গরু চোরকে গণধোলাই স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে গরু চুরি করে নিয়ে পালানোর সময় দুই গরু চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় উত্তেজিত গ্রামবাসী চোর দলের ব্যবহৃত লেগুনায় অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। আটককৃতরা হলোÑ ময়মনসিংহের ঈশ^রগঞ্জ উপজেলার ভাষাকুল গ্রামের শামীম আহমেদ ও গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের শরীফ মিয়া। শামীম শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামে সপরিবারে ভাড়া থাকে। পুলিশ জানান, শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের শাহাদাত হোসেনের গোয়ালঘর থেকে শুক্রবার ভোরে দুইটি গরু চুরি করে একটি দল। তারা গরু দুইটিকে একটি লেগুনায় নিয়ে পালিয়ে যাওয়ার সময় লেগুনাটি স্থানীয় ফকির মার্কেট মোড়ে বিকল হয়ে পড়ে। এ সময় ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে মুসল্লিরা গরুভর্তি লেগুনা দেখে সন্দেহ করে। মুসল্লিরা লেগুনারোহী দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে আটককৃতরা চুরির কথা স্বীকার করে। এ সময় উত্তেজিত গ্রামবাসী আটককৃতদের গণধোলাই দেয় এবং তাদের ব্যবহৃত গাড়ি (লেগুনা) উল্টে ফেলে তাতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। এতে আটক শামীম ও শরীফ গুরুতর আহত হয়। ঘটনার সময় চোর দলের অন্যরা পালিয়ে যায়।
×