ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএনপি নেতারা টেমস নদীর তীরে বসে ক্ষমতায় আসার চোরা গলি খুঁজছেন ॥ কাদের

প্রকাশিত: ০৫:২০, ৫ আগস্ট ২০১৭

বিএনপি নেতারা টেমস নদীর তীরে বসে ক্ষমতায় আসার চোরা গলি খুঁজছেন ॥ কাদের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আট বছরে আট মিনিটের জন্যও মাঠ গরম করতে পারেনি। তাই ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন টেমস নদীতীরে বসে ক্ষমতায় আসার চোরা গলি খুঁজছে। শুক্রবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপি নেতারা আন্দোলনে ব্যর্থ হয়ে টেমস নদীর ধারে বসে ক্ষমতায় আসার চোরা গলি খুঁজছে। বিএনপির মরা গাঙ্গে জোয়ার আসে না। আট বছরে আট মাসের জন্যও তারা রাস্তা গরম করতে পারেননি। উত্তাপ সঞ্চার করতে পারেননি। এই ব্যর্থতার জন্য আপনাদের সবার পদত্যাগ করা উচিত’। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বার বার আন্দোলনের ডাক দিয়ে মরা গাঙ্গে জোয়ার আসে না। এই মরা গাঙ্গে জোয়ার কবে আসবে কেউ জানে না। ঈদের পর ঈদ যায়। মাসের পর মাস যায়। ডাকের পর ডাক আসে। সব ডাকই আষাঢ়ের তর্জন-গর্জন। ঈদের পরেই আন্দোলন বলেই দুই মাসের জন্য টেমস নদীর পাড়ে। আন্দোলন হবে কোন বছর? আন্দোলন হবে কোন ঈদের পর? তরুণ সমাজকে শেখ কামালের আদর্শ অনুসরণ করার আহ্বান জানিয়ে কাদের বলেন, বাঙালী তরুণদের জন্য শেখ কামাল রোল মডেল। ৪২ বছর পরেও শেখ কামালকে কেউ কলঙ্কিত করতে পারেনি। তাই তরুণদের উচিত শেখ কামালের আদর্শ অনুসরণ করা। আজকে দেশে প্রমাণিত বঙ্গবন্ধু পরিবারই সৎ রাজনীতির প্রতীক। বঙ্গবন্ধু পরিবারই সৎ ও সাহসী রাজনীতির প্রতীক। চরিত্র হননের ছোড়া দিয়ে এই পরিবারকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। যারা বার বার চেষ্টা করছে তারা বোকার স্বর্গে বাস করছে। বিএনপির মহাসচিবের এক বক্তব্যের জবাবে তিনি বলেন, মানুষের শক্তি যত কমে যায় তার মুখের বিষ তত বেড়ে যায়। বিএনপির শক্তিটা দিনে দিনে কমে যাচ্ছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সব টেমস নদীর পাড়ে। কবে ফিরে আসবে তার কোন ঠিক নেই। তারা বসে বসে চোরা গলি খুঁজছেন, কোন গলি দিয়ে ক্ষমতায় যাওয়া যায়। তিনি আরও বলেন, ’৭৫ পরবর্তী বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় সরকার হচ্ছে শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা সরকারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি এখন পদত্যাগের প্রলাপ বকতে শুরু করেছেন। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সদস্য র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, ছাত্রলীগের কর্মসূচী ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক রাকিব হোসেন, ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
×