ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দারিদ্র্য বিমোচনে সামাজিক বনায়ন ভূমিকা রাখছে ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:২০, ৫ আগস্ট ২০১৭

দারিদ্র্য বিমোচনে সামাজিক বনায়ন ভূমিকা রাখছে ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, বিশ্বে উন্নত দেশগুলো নানাভাবে জলবায়ুর বিরূপ প্রভাব ফেলছে। জলবায়ুর বিরূপ প্রভাবে বাংলাদেশও ক্ষতির শিকার হচ্ছে। তবে, বাংলাদেশ সেখান থেকে অনেকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। শুক্রবার সকালে নগরভবনের গ্রীন প্লাজায় বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদফতর ও সামাজিক বন বিভাগ আয়োজিত পক্ষকালব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কখা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশে দারিদ্র্য বিমোচনে সামাজিক বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামাজিক বনায়নের মাধ্যমে মানুষ তাদের ভাগ্যের উন্নয়ন করছেন। বর্তমান সরকার সামাজিক বনায়নের ৫৫ শতাংশ এখন যারা বৃক্ষরোপণ করছেন তাদেরই দিচ্ছে। তিনি সামাজিক বনায়নে বেশি করে দরিদ্র মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। ছাদ বাগানের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, রাজশাহী ছাদ বাগানের ক্ষেত্রে সারাদেশে সুনাম কুড়িয়ে আসছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ছাদে, পরিত্যক্ত জমিতে বাড়ির আঙ্গিনায় যেখানে ফাঁকা থাকবে সেখানেই গাছ লাগানোর পরামর্শও দেন তিনি। তিনি বলেন, আমাদের দেশটা সবুজ। সবুজ প্রকৃতিকে আরও সতেজ করে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ বিভাগীয় কমিশনার নূর উর রহমান এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিপিএম। এছাড়া কৃষি সম্প্রসাসরণ অধিদফতর ও সামাজিক বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×