ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভিসা জটিলতা কাটেনি ॥ শুক্রবারের দুটি হজ ফ্লাইট বিলম্বিত

প্রকাশিত: ০৫:১৮, ৫ আগস্ট ২০১৭

ভিসা জটিলতা কাটেনি ॥ শুক্রবারের দুটি হজ ফ্লাইট বিলম্বিত

স্টাফ রিপোর্টার ॥ একাধিকবার হজপালনকারীদের ওপর ধার্য করা অতিরিক্ত চার্জ ২ হাজার রিয়াল মওকুফ করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। ফলে চলতি বছর পুনরায় হজে গমনেচ্ছু প্রত্যেক হজযাত্রীকে ই-হজ ভিসা পেতে বাধ্যতামূলকভাবে সৌদি সরকার নির্ধারিত দুই হাজার রিয়াল পরিশোধ করতে হবে। ই-হজ পোর্টাল সিস্টেমে ভিসা আবেদন লজমেন্ট করার সময় এন্ট্রি ফি বাবদ দুই হাজার রিয়াল পরিশোধ না করলে ভিসা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সৌদি সরকার। এদিকে শুক্রবার কোন ফ্লাইট বাতিল না হলেও দুটো বিলম্বের শিকার হয়েছে। তবে আজ শনিবার দুটো বাতিল করা হতে পারে। আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে হাব। জানা গেছে, ঢাকা থেকে সৌদি সরকারের কাছে ওই এন্ট্রি ফি স্থগিত অথবা মওকুফের আবেদন জানানো হলেও সে আবেদনে সাড়া না দিয়ে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এন্ট্রি ফি বিশ্বের সকল রাষ্ট্রের জন্য প্রযোজ্য। কোন একক দেশের ক্ষেত্রে এটি স্থগিত বা মওকুফ করার সুযোগ নেই। এমতাবস্থায় বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ-২) এস এম মনিরুজ্জামানের স্বাক্ষরে এ সংক্রান্ত এক জরুরী বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বর্তমান প্রেক্ষাপট তুলে ধরা বলা হয়, যে সকল এজেন্সির হজযাত্রী পুনরায় (২০১৫ ও ২০১৬ সালে হজ পালনকারী) এ বছর হজে যাবেন তাদের কাছ থেকে হজযাত্রী প্রতি দুই হাজার ডলার এন্ট্রি ফি সংশ্লিষ্ট এজেন্সি আদায় করতে পারবেন। যদি কোন পুনরায়ের হজযাত্রী দুই হাজার রিয়াল পরিশোধে অপারগতা প্রকাশ করেন তাহলে তাদের বিষয়ে স্বীয় এজেন্সি সিদ্ধান্ত গ্রহণ করবেন। এ বিষয়টি হাব ও সংশ্লিষ্ট হজ এজেন্সি যাত্রীদের অবহিত করবেন। এদিকে আশকোনা হজ ক্যাম্পে গিয়ে দেখা যায়, আগের চেয়ে স্বাভাবিক হয়ে আসছে হজফ্লাইট। প্রতিদিনই সিডিউল মেনে ঢাকা ছাড়ছে বিমান ও সাউদিয়ার ফ্লাইট। গত দুদিনে ফ্লাইট বাতিল না হলেও আজ শনিবার দুটো ফ্লাইট বাতিল করা হতে পারে। এছাড়া শুক্রবার সকালের একটি ও দিবাগত রাতের একটি ফ্লাইট বিলম্বের কবলে পড়ে বলে জানিয়েছেন বিমানের পরিচালক আলী আহসান বাবু। তিনি জানিয়েছেন, বিমান যাত্রী না পাওয়ায় শুক্রবারের দুটি হজফ্লাইট কিছুটা বিলম্বের শিকার হয়েছে। শুক্রবার বিজি ৩০৩৯ ফ্লাইটটি সকাল ৬টা ৫৫ মিনিটে এবং দিবাগত রাতের বিজি ৩০৪১ ফ্লাইটটির রাত ১টা ২৫ মিনিটে হজযাত্রী নিয়ে ঢাকা ত্যাগের সিডিউল ছিল। হজযাত্রী না পাওয়ায় ফ্লাইটগুলো বিলম্বিত হয়েছে। অবশ্য এ দুটো ফ্লাইটের যাত্রীদের ভিসা হয়ে গেলে ৪৮ ঘণ্টার মধ্যে ফ্লাইট ছেড়ে যাবে। শুক্রবার বিমানের ৬টি ফ্লাইট ছিল। এর মধ্যে ভোর রাত ৩টা ২৫ মিনিটে বিজি ১০৩৯, সকাল ১০টা ৫৫ মিনিটে ৫০৩৯ ফ্লাইট দুটি যথা সময়ে যাত্রা করেছে। দুপুর ২টা ৫৫ মিনিটে ৭০৩৯, সন্ধ্যা ৭টায় বিজি ০৩৭, রাত ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে বিজি ১০৪১ ফ্লাইট ছেড়ে যায়। এদিকে শুক্রবার পর্যন্ত আশকোনা হজ ক্যাম্প থেকে সর্বমোট ৩৭ হাজার হজযাত্রী জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। এছাড়া ভিসা হয়েছে ৫৭১৯৯ জনের। এদের ফ্লাইট সিডিউল মেনে সঠিক সময়েই যাবে বলে আশা প্রকাশ করেছেন হাব মহাসচিব শাহাদাত হোসেন তসলিম। এদিকে সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কা আল-মুকাররমায় আরও এক বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম মোঃ আবদুর রাজ্জাক। গত বুধবার তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার পাসপোর্ট নম্বর বিএন ০৬০৭০২৬। পিলগ্রিম নম্বর ০৫৯৮১৫৯। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে। এ নিয়ে চলতি বছর তিনজন বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হলো। গত ২৮ জুলাই মক্কা আল-মুকাররমায় খোন্দকার এ আর এম ইউসুফ ইন্তেকাল করেন। তার বাড়ি নেত্রকোনা জেলা সদরে। বয়স ৭৪ বছর। পাসপোর্ট নম্বর: বিএম ০৯২৩২৫৩, পিলগ্রিম নম্বর ০০৩৬২১৭। আর ১ আগস্ট বরিশাল মুলাদির ৬১ বছর বয়সী মোঃ ফরিদউদ্দিন নামে আরেক হজযাত্রীর মৃত্যু হয়। তার পাসপোর্ট নম্বর বিএম ০৯৫৩৫৫৫ও ও পিলগ্রিম নম্বর ০১৫২২১১।
×