ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে মেহেরুল্লাহ সড়ক পুনর্নির্মাণ হচ্ছে

প্রকাশিত: ০৫:১৬, ৫ আগস্ট ২০১৭

যশোরে মেহেরুল্লাহ সড়ক পুনর্নির্মাণ হচ্ছে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর শহরের ঈদগাহ মোড় থেকে পৌরসভা হয়ে রেজিস্ট্রি অফিস মোড় পর্যন্ত মুনশি মেহেরুল্লাহ সড়ক পুনঃনির্মাণ করা হচ্ছে। রাস্তা পুনঃনির্মাণের পাশাপাশি নির্মাণ হবে ড্রেন ও সুদৃশ্য ফুটপাথ। শিক্ষার্থীসহ জনসাধারণের নিরাপদ চলাচলের জন্য এ ফুটপাথ নির্মাণ করছে পৌরসভা। ইতোমধ্যে ড্রেন নির্মাণকাজ শুরু হয়েছে। যশোরের বেশ কয়েকটি সরকারী দফতরের অবস্থান শহরের মুনশি মেহেরুল্লাহ সড়কে (পৌরসভার সামনের রাস্তা)। সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পৌরসভা, সিভিল সার্জন অফিস, পুলিশ সুপার ও সড়ক বিভাগের কার্যালয় এ সড়কে অবস্থিত। এছাড়া রেডক্রিসেন্ট, যশোর ক্লাব ও চারুপীঠ এ সড়কের পাশেই। এছাড়া আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজ, প্রিপারেটরি স্কুল, মুসলিম একাডেমি স্কুল, মিশন স্কুল যেতে অনেক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সড়কটি ব্যবহার করেন। তবে সড়কটি বেশিরভাগ সময় চলাচলের অনুপোযোগী থাকায় স্কুলের শিক্ষার্থীসহ এখানকার বিভিন্ন দফতরে আসা মানুষদের দুর্ভোগ পোহাতে হয়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির দিনে সৃষ্ট জলাবদ্ধতায় সড়কটি দ্রুতই বিনষ্ট হয়ে যায়। তবে এ অবস্থার স্থায়ী সমাধানে সড়কটিতে প্রশস্ত ও ড্রেন নির্মাণ করছে যশোর পৌরসভা। ড্রেনের ওপর দিয়ে চলাচলের জন্য নির্মাণ করা হবে ফুটপাথ। জানা গেছে, ১ কোটি ৮৫ লাখ ৬৪ হাজার ৩৫৯ টাকা ব্যয়ে এ সড়কে ৬৭৫ মিটার রাস্তা-ড্রেন ও ফুটপাথ নির্মাণ হচ্ছে।
×