ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আত্রাইয়ে হাটের প্রবেশ পথ যেন মৃত্যুফাঁদ

প্রকাশিত: ০৫:১৫, ৫ আগস্ট ২০১৭

আত্রাইয়ে হাটের প্রবেশ পথ যেন মৃত্যুফাঁদ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ আগস্ট ॥ আত্রাই উপজেলার ভবানীপুর-মির্জাপুর হাটে প্রবেশের রাস্তাটি এখন যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় প্রশাসনের নজরদারি না থাকায় জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি বেহাল দশায় রয়েছে দীর্ঘদিন ধরে। রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। আত্রাই-নওগাঁ পাকা সড়কের সঙ্গে হাটটি হলেও শাহাগোলার দিক থেকে হাটে প্রবেশের রাস্তাটি ভবানীপুর পিএস ল্যাবরেটরি কিন্ডার গার্টেন এ্যান্ড হাইস্কুলের সংলগ্ন রাস্তাটি ভেঙ্গে গিয়ে এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ঘটছে একের পর এক দুর্ঘটনা। দুর্ঘটনা কবলিত হচ্ছে বিশেষ করে মালবাহী পিকআপভ্যান, ট্রাক, কার্ভাড ভ্যান, সিএনজি, রিক্সা, অটোরিক্সাসহ ছোট বড় সব ধরনের যানবাহন। এতে করে ক্রেতারা জিনিস কিনে বা বিক্রেতারা সরবরাহ করতে গিয়ে ভাঙ্গা আর গর্তের কারণে মালামাল পরিবহন করতে মারাত্মক ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। প্রতিনিয়ত এ এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।এ হাট থেকে প্রতিবছর সরকারের বিপুল পরিমাণ টাকা রাজস্ব আয় হলেও এ রাস্তাটি মেরামতে কর্তৃপক্ষের নেই কোন উদ্যোগ। ফলে দীর্ঘদিন থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার হাজার হাজার জনসাধারণকে। এ বিষয়ে আত্রাই উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন জানান, বিষয়টি আমি অবগত আছি। রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যানকে বলা হয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কার করা হবে।
×