ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় অপহৃত শিশু না’গঞ্জে উদ্ধার ॥ নারীসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ০৫:১৫, ৫ আগস্ট ২০১৭

কুমিল্লায় অপহৃত শিশু না’গঞ্জে উদ্ধার ॥ নারীসহ গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৪ আগস্ট ॥ কুমিল্লা থেকে নয়ন নামের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির ৩ দিন পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় র‌্যাব সংঘবদ্ধ অপহরণকারী চক্রের এক নারী সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার এক প্রেসব্রিফিংয়ে কুমিল্লাস্থ র‌্যাব-১১ সাংবাদিকদের এসব তথ্য জানান। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পবদাবাজ গ্রামের হেলাল মিয়ার ৫ বছরের শিশুপুত্র নয়ন কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তরকান্দি গ্রামের তার নানা আক্কাস মিয়ার বাড়িতে থাকে। গত ৩১ জুলাই রাতে একটি কন্যা সন্তান সঙ্গে নিয়ে অসহায়ের ছদ্মবেশে অপহরণকারী চক্রের শরীফা ২০ নামের এক নারী সদস্য রাত যাপনের জন্য শিশু নয়নের নানার বাড়িতে গিয়ে আশ্রয় চায়। এতে শিশুর নানী রোসিয়া বেগম অসহায় ভেবে ওই মহিলাকে আশ্রয় দেন। পরদিন মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই বাড়িতে অবস্থান করে ওই ছদ্মবেশী নারী সুযোগ বুঝে শিশু নয়নকে নিয়ে পালিয়ে যায়। ওইদিন রাতে ওই নারী শিশুটির নানা আক্কাস মিয়ার মোবাইলে ফোন করে তার নাতী নয়নকে ফিরে পেতে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে, অন্যথায় নয়নকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে বলে হুমকি দেয়। শুক্রবার বেলা ১১টার দিকে কুমিল্লা র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর আসিফ বিল্লাহ ও মেজর মোস্তফা কায়জার সাংবাদিকদের জানান, র‌্যাবের গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে প্রথমে অপহরণকারী চক্রের মূল হোতা ও শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার সোহাগপুর গ্রামের আবুল কাসেমের ছেলে বোরহান উদ্দিন ওরফে রকিবুল হাসান ওরফে রানা, তার সহযোগী একই উপজেলার গোবিন্দনগর গ্রামের আবদুল হান্নানের ছেলে সোহেল আহমেদ ওরফে সোহাগকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুর আসাদ গেট এলাকা থেকে আটক করা হয়। তাদের দেয়া স্বীকারোক্তি মোতাবেক ওই রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভুলতা মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের মূল হোতা রানার ভাড়া বাসা থেকে তার প্রথম স্ত্রী শরীফাকে আটক করা হয় এবং অপহৃত শিশু নয়নকে উদ্ধার করে গভীর রাতে তাদেরকে কুমিল্লা র‌্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়। শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে শিশু নয়নকে তার বাবা-মা ও নানার নিকট হস্তান্তর করা হয়।
×