ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চার লেন প্রকল্প নিয়ে শঙ্কা

জমি অধিগ্রহণ শুরু হয়নি ॥ চলছে ফুটপাথ নির্মাণ

প্রকাশিত: ০৫:১৪, ৫ আগস্ট ২০১৭

জমি অধিগ্রহণ শুরু হয়নি ॥ চলছে ফুটপাথ নির্মাণ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জমি অধিগ্রহণের আগেই রাজশাহী মহানগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বর থেকে তালাইমারী পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ শুরু করায় এ প্রকল্প বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে দেড় লেনের সড়কটি চার লেন করার প্রকল্পটি দুই বছর আগে অনুমোদন পেলেও সড়কটির জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু না করেই চলছে ফুটপাত নির্মাণকাজ। ফলে দেড় লেনের সড়কটি আরও সরু হয়ে পড়েছে। এতে একদিকে যেমন গুরুত্বপূর্ণ সড়কটিতে যানবাহন চলাচলে জনদুর্ভোগ বাড়ছে অন্যদিক প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গত প্রায় ৬ মাস ধরে চলছে এ অবস্থা। রাজশাহী সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, একনেকের সভায় এ প্রকল্পটির অনুমোদন দেয়া হয়, ২০১৫ সালের ১৯ মে। তবে দুই বছর পার হতে চললেও চার লেনের সড়ক সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণই করা হয়নি। এর ওপর তিন কিলোমিটার সড়কের দক্ষিণ পাশ দিয়ে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নর্দমা ও ফুটপাত তৈরি করা হয়েছে। এতে সড়কের দৈর্ঘ্য ৬ ফুট কমে ১২ ফুটে এসে ঠেকেছে। ফলে শহরের প্রবেশ দ্বারের এ সড়কটি আরও সরু হয়ে গেছে। সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসসহ বিভিন্ন যানবাহন ঢুকতে গিয়ে যানজট দেখা দিচ্ছে প্রতিনিয়ত। নগরীর বোসপাড়া এলাকার অধিবাসী আফজাল হোসেন বলেন, আগে জমি অধিগ্রহণ কাজ শেষ হবে। তারপর সড়ক প্রশস্তকরণ কাজ। তারপর ফুটপাত হওয়া উচিত ছিল। কিন্তু আগের কাজ আগে না হয়ে ফুটপাত তৈরি করায় সড়কে এ অরাজকতা শুরু হয়েছে। পাশে শহর রক্ষা বাঁধ থাকায় পথচারীরা বরাবরই বাঁধের ওপর দিয়ে হাঁটেন। তাই ফুটপাত পরেও নির্মাণ করা যেত বলে অভিমত স্থানীয়দের। এতে অন্তত দেড় লেনের সড়কটিতে জনদুর্ভোগ বাড়ত না। কিন্তু রাস্তা সরু হয়ে যাওয়ায় সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, ২০১৫ সালের মে মাসে একনেকের সভায় রাজশাহীর আলুপট্টি-তালাইমারী সড়কটি চার লেন করার প্রকল্পটি পাস হয়। চলতি বছরের ডিসেম্বরের নির্মাণকাজ শেষ হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত জমি অধিগ্রহণেরই কাজ শেষ হয়নি। তাই প্রকল্পের সময়সীমা আরও দুই বছর বাড়ানোর প্রস্তাবের কথা ভাবছেন তারা। প্রকল্পের অধীনে জমি অধিগ্রহণসহ সড়কটি চার লেনে প্রশস্ত করতে ব্যয় ধরা হয়েছে ১২৭ কোটি ৪৯ লাখ ৫৯ হাজার টাকা। বর্তমানে সড়কটির ফুটপাত ও ড্রেন নির্মাণকাজ প্রায় শেষ পথে। জমি অধিগ্রহণ প্রক্রিয়াও শুরু হয়েছে। এটি শেষ হলেই সড়ক প্রশস্তকরণের কাজও শুরু হবে। এ জন্য ফুটপাত ও ড্রেন নির্মাণের কাজ এগিয়ে রাখা হচ্ছে। এতে সাময়িকভাবে একটু দুর্ভোগ হচ্ছে। তবে উন্নয়ন কাজের জন্য সবাইকে তা স্বীকার করে নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, আলুপট্টি-তালাইমারী চার লেনের কাজ দ্রুত শুরু করা যাবে।
×