ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাঁচার আর্তি দাবাড়ু সিয়ামের

প্রকাশিত: ০৫:০৮, ৫ আগস্ট ২০১৭

বাঁচার আর্তি দাবাড়ু সিয়ামের

স্পোর্টস রিপোর্টার ॥ তরুণ-প্রতিশ্রুতিশীল দাবাড়ু একরামুল হক সিয়াম চান বাঁচতে। সাবেক জাতীয় জুনিয়র এই চ্যাম্পিয়ন আজ মেরুদ-ের জটিল রোগে আক্রান্ত। ২০১৫ সালে তুরস্কের কপ ইয়ুথ দাবা ফেস্টিভ্যালে স্বর্ণপদক জেতা ২০ বছর বয়সী সিয়ামের অস্ত্রোপচারের জন্য অন্তত পাঁচ লাখ টাকা প্রয়োজন যা এ মুহূর্তে তার বা তার পরিবারের কাছে নেই। কোন সহৃদয়বান ব্যক্তি যদি তিনবার জাতীয় সাব-জুনিয়র শিরোপা জয়ী এই দাবাড়ুকে সাহায্য করতে চান, তাহলে ০১৭৫৭২৯০৪৭৮ নম্বরে বিকাশ করে বা ব্র্যাক ব্যাংক যাত্রাবাড়ী শাখা নাম : ইকরামুল হক সিয়াম এ্যাকাউন্ট নং : ১৫৩৯১০৩০৮৮৮৭৮০০১, ঠিকানা : ৭৬/১/বি, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা, বাংলাদেশ ডাক কোড : ১২০৪ ফোন: +৮৮০১৭৫৭২৯০৪৭৮ এই ঠিকানায় অর্থ সাহায্য করতে পারেন। ২০১৩ সালে বৈদ্যুতিক শকে সিয়ামের মা মারা গিয়েছিলেন। সিয়াম বলেন, ‘ডাক্তাররা আমাকে অস্ত্রোপচার করতে বলেছে, নাহলে আমি চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হব। কিন্তু আমার এত টাকা নেই। আমি জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ চেস ফেডারেশনসহ বিভিন্ন সংস্থার আর্থিক সাহায্যের জন্য প্রার্থনা করেছি, কিন্তু এখনও কোন সাহায্য কেউ করেনি।’ একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র সিয়াম সম্পর্কে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শামীম বলেন, ‘আমরা সিয়ামকে সাহায্য করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করব।’ কলেজ রাগবির আজ সেমিফাইনাল স্পোর্টস রিপোর্টার ॥ ‘ফার্স্ট সিকউরিটি ইসলামী ব্যাংক কলেজ রাগবি প্রতিযোগিতা’র আজ সেমিফাইনালে খেলবে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ বনাম ম্যাস্ট্রো ক্রাউন কলেজ এবং কবি নজরুল সরকারী কলেজ বনাম সরকারী বাংলা কলেজ। শুক্রবারের খেলায় সরকারী বাংলা কলেজ ঢাকা ইমপিরিয়াল কলেজকে এবং কবি নজরুল সরকারী সেন্ট গ্রেগরি কলেজকে হারায়। এছাড়া বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ম্যাস্ট্রো ক্রাউন কলেজের সঙ্গে ড্র করে। ত্রিমাসিক ফিটনেস টেস্ট স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় ও বাফুফে রেফারিজ কমিটির তত্ত্বাবধানে শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘ত্রিমাসিক ফিটনেস টেস্ট’ অনুষ্ঠিত হয়। এ টেস্ট পরিচালনার জন্য ফিটনেস ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন সুজিত কুমার ব্যানার্জী ও রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান ইব্রাহীম নেসার। এই টেস্টে ১১০ জন রেফারি অংশ নেন। বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতার বাছাই স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৭ আগস্ট ভারতের মুর্শিদাবাদের ভাগীরথী নদীতে অনুষ্ঠিতব্য বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ৮১ কিলোমিটার এবং মহিলা বিভাগে ১৯ কিলোমিটার সাঁতার অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয় সাঁতার দল গঠনের লক্ষ্যে উন্মুক্ত বাছাই আগামী ৭ আগস্ট সকাল ৯টায় বাংলাদেশ নৌবাহিনী সুইমিং পুল, নৌ সদর দফতর, বনানী, ঢাকায় অনুষ্ঠিত হবে। এই বাছাই প্রতিযোগিতায় প্রতি সংস্থা থেকে প্রতি ইভেন্টে সর্বোচ্চ দুই সাঁতারু অংশগ্রহণ করতে পারবেন।
×