ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বোল্টকে মিস করবেন কোহলি

প্রকাশিত: ০৫:০৭, ৫ আগস্ট ২০১৭

বোল্টকে মিস করবেন কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ লন্ডনে চলমান ওয়ার্ল্ড এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দিয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন গতির রাজা উসাইন বোল্ট। জ্যামাইকান বজ্রবিদ্যুতকে মিস করবেন বলে জানিয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। নিজের টুইটার একাউন্টে একটি ভিডিও আপলোড করে কোহলি ক্যাপশনে লিখেছেন, ‘এটা তোমার শেষ প্রতিযোগিতামূলক রেস হলেও কিছু যায় আসে না, তুমি সবসময়ই ট্র্যাক ও ট্র্যাকের বাইরে দ্রুততম হয়ে থাকবে।’ আর ভিডিওতে তিনি বলেন, ‘হেই, উসাইন, আমি জানি এটা তোমার শেষ রেস। ট্র্যাকে আমরা তোমাকে ভীষণভাবে মিস করব। আমি এবং পুমা (স্পন্সর) পরিবারের পক্ষ থেকে এরজন্য (চ্যাম্পিয়নশিপ) ও ভবিষ্যত প্রচেষ্টার জন্য তোমাকে অনেক অনেক শুভকামনা। যদি তুমি কখনও ক্রিকেট খেলতে চাও আমাকে কোথায় খুঁজে পাবে তা তুমি জান।’ কোহলির এমন অভিব্যক্তির জবাবে টুইটে ধন্যবাদসূচক ম্যাসেজ দিয়েছেন বোল্ট। কিংবদন্তি স্প্রিন্টারের ভীষণ ভক্ত ভারতীয় ক্রিকেট তারকা। গত বছর রিও অলিম্পিকের পরই বোল্টের অবসর নেয়ার সম্ভাবনা ছিল। কিন্তু স্পন্সরের পরামর্শে প্ল্যান পুনর্বিবেচনা করে লন্ডন থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নেন। শেখ কামালের জন্মদিনে আবাহনীর আয়োজন আজ আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে ক্লাব ভবনে শেখ কামালের প্রতিকৃতিতে পরিচালক, কর্মকর্তা ও খেলোয়াড়রা মাল্যদান এবং তার রুহের মাগফেরাত কামনা করবেন। দিনব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত করা হবে। বিকাল ৪টায় শেখ কামালের বর্ণাঢ্য কর্মজীবনের ওপর আলোচনা ও স্মৃতিচারণ হবে। মাগরিবের পর হবে মিলাদ ও দোয়া মাহফিল। -বিজ্ঞপ্তি ৬ বছর আগের স্বর্ণপদক পাচ্ছেন জেসিকা স্পোর্টস রিপোর্টার ॥ ৬ বছর আগে বিশ্ব এ্যাথলেটিক্সে রৌপ্য জিতেছিলেন ব্রিটেনের হেপ্টাথলন সম্রাজ্ঞী জেসিকা ইন্œিস হিল। কিন্তু এবার সেই রৌপ্য হয়ে যাচ্ছে স্বর্ণপদক। কারণ ২০১১ সালের হেপ্টাথলনে চ্যাম্পিয়ন তাতিয়ানা চেরনোভা। তিনি সম্প্রতি ডোপ টেস্টে পজিটিভ হয়ে দোষী সাব্যস্ত হয়েছেন। এ কারণে তার স্বর্ণপদক কেড়ে নিয়ে দেয়া হবে জেসিকাকে।
×