ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অশ্বিনের রেকর্ড ও ভারতের দিন

প্রকাশিত: ০৫:০৬, ৫ আগস্ট ২০১৭

অশ্বিনের রেকর্ড ও ভারতের দিন

স্পোর্টস রিপোর্টার ॥ কলম্বো টেস্টের দ্বিতীয়দিনেও ছিল ভারতের দাপট। ৯ উইকেটে ৬২২ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণার পর ৫০ রানে লঙ্কানদের ২ উইকেট তুলে নিয়েছে বিরাট কোহলির দল। স্বাগতিকরা পিছিয়ে ৫৭২ রানে। ফলোঅন এড়াতে চাই আরও ৩৭৩ রান। কুশল মেন্ডিজ ১৬ ও অধিনায়ক দিনেশ চান্দিমাল ব্যক্তিগত ৮ রানে অপরাজিত রয়েছেন। দিনের আলোচিত ঘটনা রবিচন্দ্রন অশ্বিনের বিশ্ব রেকর্ড। টেস্ট ইতিহাসে সবচেয়ে দ্রুত ২০০০ রান ও ২৫০ উইকেট শিকারের অসাধারণ ‘ডাবল’ অর্জন করেছেন তুখোড় এই অলরাউন্ডার। ৩২ বছর পর কিউই গ্রেট রিচার্ড হ্যাডলিকে পেছনে ফেলে অনন্য ইতিহাস গড়লেন অশ্বিন। উল্লেখ্য, মাত্র চারদিনেই গলের প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে ‘নাম্বার ওয়ান’ ভারত। চান্দিমালদের জন্য ম্যাচটা তাই সিরিজে টিকে থাকার লড়াই। প্রথম ইনিংসে ব্যক্তিগত ৫৪ রানের পথে অশ্বিন ২০০০ রান ও ২৫০ উইকেটের ডাবল ছুঁয়েছেন ৫১তম টেস্টে। হ্যাডলির রেকর্ডটা ছিল ৫৪ টেস্টে। সাবেক কিউই অলরাউন্ডার সেটি গড়েছিলেন ১৯৮৫ সালে। কপিল দেব, অনীল কুম্বলে ও হরভজন সিংয়ের পর চতুর্থ ভারতীয় হিসেবে এই ডাবল ছুঁলেন অশ্বিন। বিশ্ব ক্রিকেটে সংখ্যাটা ১৫। বড় রানের চাপ মাথায় নিয়ে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। পেসার মোহাম্মদ শামির সঙ্গে নতুন বল ভাগ করে নেয়া অশ্বিন আঘাত হানে প্রথম ওভারেই। শর্ট লেগে লোকেশ রাহুলের ক্যাচে পরিণত করেন উপুল থারাঙ্গাকে (০)। মেডেন উইকেট দিয়ে শুরু করা অশ্বিনের পরের শিকার দিমুথ করুনারতেœ (২৫)। এবার সিøপে কানা ছুঁয়ে আসা ক্যাচ নেন অজিঙ্কা রাহানে। দিনের বাকি সময়টুকু নিরাপদে কাটিয়ে দেন কুশল মেন্ডিস ও অসুস্থতা কাটিয়ে ফেরা অধিনায়ক চান্দিমাল। এরই মধ্যে উইকেট থেকে সহায়তা পেতে শুরু করেছেন স্পিনাররা। লঙ্কান ব্যাটসম্যানদের সামনে তৃতীয়দিন অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। ৩ উইকেটে ৩৪৪ রান নিয়ে দিন শুরু করে ভারত। নিজের পঞ্চাশতম টেস্টে আগেরদিনই সেঞ্চুরি পাওয়া চেতেশ্বর পুজারা ফেরেন আর ৫ রান যোগ করে। ১৩৩ রান করা পুজারার বিদায়ে ভাঙ্গে ২১৭ রানের জুটি। অমন বড় জুটি আর পায়নি অতিথিরা। তবে পরের ব্যাটসম্যানরাও যথেষ্ট অবদান রাখায় রানের পাহাড় গড়ে ভারত। অশ্বিনের সঙ্গে ৬৩ রানের জুটি গড়ে ফেরেন রাহানে (১৩২)। তাকে বিদায় করে টেস্টে নিজের প্রথম উইকেট নেন মালিন্দ পুস্পকুমারা। রঙ্গনা হেরাথের বলে বোল্ড হয়ে শেষ হয় অশ্বিনের ৫৪ রানের ইনিংস। ২ হাজার হতে তার প্রয়োজন ছিল ৫০ রান। অর্ধশতক পেয়েছেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা (৬৭) ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। নয় নম্বরে নেমে জাদেজা অপরাজিত থাকেন ৭০ রানে। শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট নিয়েছেন অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ। অভিষিক্ত পুস্পকুমারা ২ ও দিমুথ করুনারতেœর শিকার ১টি করে। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ৬২২/৯ ডিক্লেঃ (১৫৮ ওভার; ধাওয়ান ৩৫, রাহুল ৫৭, পুজারা ১৩৩, কোহলি ১৩, রাহানে ১৩২, অশ্বিন ৫৪, সাহা ৬৭, পান্ডিয়া ২০, জাদেজা ৭০*, শামি ১৯, যাদব ৮*; প্রদীপ ০/৬৩, হেরাথ ৪/১৫৪, করুনারতেœ ১/৩১, পেরেরা ১/১৪৭, পুস্পকুমারা ২/১৫৬, ডি সিলভা ০/৫৯)। শ্রীলঙ্কা প্রথম ইনিংস ৫০/২ (২০ ওভার; করুনারতেœ ২৫, থারাঙ্গা ০, মেন্ডিস ১৬*, চান্দিমাল ৮*; শামি ০/৭, অশ্বিন ২/৩৮, জাদেজা ০/৪)।
×