ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রহমতগঞ্জকে হারিয়ে প্রথম জয় মুক্তিযোদ্ধার

প্রকাশিত: ০৫:০৪, ৫ আগস্ট ২০১৭

রহমতগঞ্জকে হারিয়ে প্রথম জয় মুক্তিযোদ্ধার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে (বিপিএল) শুরুটা খারাপ হলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই ঘুরে দাঁড়িয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। নিজেদের প্রথম ম্যাচে শেখ রাসেলের কাছে ৩-০ গোলে হেরেছিল মুক্তিযোদ্ধা। আর ৪-২ ব্যবধানে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে লীগ শুরু করেছিল রহমতগঞ্জ। তবে দ্বিতীয় ম্যাচে এসেই হারের স্বাদ পেল কামাল বাবুর দল। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যায় রহমতগঞ্জ। পোস্টের খুব কাছ থেকে লাফিয়ে উঠে বল জালে পাঠান গিনিয়ান ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা (১-০)। তবে রহমতগঞ্জের আনন্দটা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। লিড নেয়ার সাত মিনিটের মধ্যেই গোল শোধ দেয় মুক্তিযোদ্ধা। ২২ মিনিটে বাঁপ্রান্ত থেকে ক্রসে বল পেয়ে লক্ষ্যভেদ করতে ভুল করেননি ফরোয়ার্ড আমজাদ আলী (১-১)। ২৭ মিনিটে ম্যাচের চিত্র বদলে দেয় মুক্তিযোদ্ধা। বক্সের বেশ কাছে বল পেয়ে যান মুক্তির মিসরীয় খেলোয়াড় জ্যাকি শারহান। তার হেড আশ্রয় নেয় রহমতগঞ্জের জালে (২-১)। ৩৫ মিনিটে সমতায় ফেরার সুযোগ আসে রহমতগঞ্জের। কিন্তু বক্সের কাছ থেকে নাইজেরিয়ান ডিফেন্ডার মানডে ওসাজেই-এর ফ্রি কিক ক্রসপিচে লেগে ফেরত আসে। দুর্ভাগ্যই বলতে হবে রহমতগঞ্জের। এর কিছুক্ষণ পরই বল নিয়ে বাঁপ্রান্ত দিয়ে মুক্তির বক্সে ঢুকেন ফরোয়ার্ড রাশেদুল ইসলাম শুভ। কিন্তু স্লাইডিং ট্যাকল করে বলের গতিপথ পরিবর্তন করে দিয়ে দলকে এ যাত্রা বিপদমুক্ত করেন মুক্তি অধিনায়ক। প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্যবধান আরও বাড়ায় মুক্তিযোদ্ধা। এবারও দুর্দান্ত জ্যাকি স্যারনকে আটকে রাখা সম্ভব হয়নি। রহমতগঞ্জের এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে লক্ষ্যভেদ করে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন জ্যাকি (৩-১)। প্রথমার্ধ মুক্তির সঙ্গে পেরে ওঠেনি পুরানো ঢাকার দলটি। ৩-১ গোলের লিড নিয়ে বিশ্রামে যায় তারা। দ্বিতীয়ার্ধে আরও জমে ওঠে ম্যাচ। গোল করে ম্যাচে ফিরতে মরিয়া থাকে রহমতগঞ্জ। ৬৩ মিনিটে ফলও আসে। ডি বক্সের ওপর থেকে নাইমুর রহমান শাহেদের লবে হেডে আবারও গোল করেন ইসমাইল বাঙ্গুরা (৩-২)। গোলরক্ষক উত্তম বড়ুয়া লাফিয়ে উঠলেও বলের নাগাল পাননি। ৭৬ মিনিটে মুক্তিযোদ্ধার একজন ডিফেন্ডারের হ্যান্ডবলের সুবাদে বক্সের বেশ কাছে ফ্রি কিক পায় রহমতগঞ্জ। সুযোগটা কাজে লাগাতে পারলে ম্যাচে সমতা আসতে পারতো। কিন্তু বদলি জাত্তা মোস্তফার ডান পায়ের শট বার ঘেঁষে চলে যায় বাইরে। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা।
×