ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমাদের ভুলে যেও না’

প্রকাশিত: ০৫:০৪, ৫ আগস্ট ২০১৭

আমাদের ভুলে যেও না’

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমার এখন বার্সিলোনার কাছে অতীত। অনেক নাটকীয়তার পর পিএসজিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ন্যুক্যাম্প ছাড়লেও নেইমারকে শুভ কামনা জানাতে ভুল করেননি বার্সার খেলোয়াড়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইটে নেইমারকে অভিনন্দন জানিয়েছেন বার্সার সেরা খেলোয়াড় লিওনেল মেসি, লুইস সুয়ারেজসহ সবাই। আর মাত্রই সাবেক হওয়া সতীর্থদের ভালবাসার জবাব দিয়েছেন নেইমারও। শুক্রবার প্যারিসে পৌঁছে সাবেক সতীর্থদের উদ্দেশে ভিডিও বার্তা দেন সেলেসাও তারকা। ভিডিওতে বার্সাতে থাকাকালীন অনেক স্মরণীয় মুহূর্তের বর্ণনা দেন নেইমার। বলেন, বার্সিলোনার হয়ে খেলাটা চ্যালেঞ্জের চেয়েও অনেক বেশি কিছু ছিল। এত বড় বড় খেলোয়াড়ের সঙ্গে খেলছি, যেন ভিডিও গেম খেলছি। আমার শুরুর দিনগুলোর কথা এখনও মনে আছে। মেসি, ভালদেস, জাভি, ইনিয়েস্তা, পুওল, পিকে, বুসকুয়েটসদের সঙ্গে একই ড্রেসিংরুমে বসা। এমন এক ক্লাবে খেলা যারা ক্লাবের চেয়েও বেশি কিছু। আমি অবিস্মরণীয় কিছু সময় পার করেছি। এটি একটি শহরের চেয়ে বেশি ছিল। একটি ঘরের মতো। বার্সিলোনা ও কাতালানরা সবসময় আমার হৃদয়ে থাকবে। কিন্তু আমার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জের দরকার ছিল। বার্সিলোনার সেরা খেলোয়াড় ও আর্জেন্টিনার অধিনায়ক মেসির সঙ্গে খেলতে পারাটা সৌভাগ্যের বলে মন্তব্য করেছেন নেইমার। এ প্রসঙ্গে তিনি বলেন, সেরা এ্যাথলেটের সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছে আমার। আমি নিশ্চিত তারচেয়ে ভাল আর কাউকে আমি দেখব না। লিও মেসি আমার সঙ্গী ছিলেন। মাঠ ও মাঠের বাইরে ছিলেন আমার বন্ধু এবং আমি তার সঙ্গে খেলতে পেরে গর্বিত। লুইস সুয়ারেজ ও মেসির তার সঙ্গে ঐতিহাসিক এক জুটি গড়েছিলাম। একজন এ্যাথলেটের পক্ষে যা সম্ভব, সবই জয় করেছি আমি। নেইমার বলেন, এটা সত্যিই অনেক কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু ২৫ বছর বয়সে যতটুকু পরিপক্কতা এসেছে তা থেকেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবকিছুর জন্য বার্সিলোনাকে অনেক ধন্যবাদ। নেইমারের বিদায়ে বেশি কষ্ট পেয়েছেন মেসি ও সুয়ারেজ। কেননা এ তিনজনের মধ্যে বিখ্যাত জুটি গড়ে উঠেছিল। এ কারণে নেইমারের বিদায়ের পর সুয়ারেজ বলেছেন, কখনও বদলে যেওনা, আমাদের ভুলে যেও না। মেসিও একই কথা বলেছেন। উরুগুয়ের ফরোয়ার্ড ইন্সটাগ্রামে সতীর্থকে বিদায় জানিয়ে বলেন, বন্ধু আমার, আগামীর সবকিছুর জন্য তোমার মঙ্গল কামনা করছি। তোমার সমর্থন, তোমার সঙ্গে থেকে আমি যা কিছু শিখেছি এবং একসঙ্গে আমরা যেসব দারুণ মুহূর্ত কাটিয়েছি, সে সবের জন্যও তোমাকে ধন্যবাদ। কখনও বদলে যেও না, তোমাকে ভালবাসি ছোট ভাই। মেসি-সুয়ারেজদের এই ভালবাসার জবাব দিয়েছেন নেইমার। তিনি বলেন, আমি কোনদিন তোমাদের ভুলব না। কারণ আমি তোমাদের অনেক বেশি ভালবাসি। ভালবাসি বার্সিলোনাকে। এখান থেকে যা পেয়েছি তা আমার জীবনের অন্যতম সেরা অর্জন। এদিকে নতুন ক্লাব পিএসজিতে ১০ নম্বর জার্সি পাচ্ছেন নেইমার। বার্সিলোনায় মেসি এই জার্সি পরায় নেইমার পেয়েছিলেন ১১ নম্বর। ব্রাজিল দলে অবশ্য ১০ নম্বর জার্সি তার। এখন প্যারিসের দলটিতেও পছন্দের নম্বর পেলেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। পিএসজিতে ১০ নম্বর জার্সি আগে ছিল জ¬াতান ইব্রাহিমোভিচের। সুইডেনের এই স্ট্রাইকার গত বছর ম্যানচেস্টার ইউনাইটেডে গেলে জার্সিটি পান জ্যাভিয়ের পাস্তোরে। আর্জেন্টিনার এই খেলোয়াড় তা উপহার দিয়েছেন নেইমারকে। প্রতিক্রিয়া জানিয়ে পাস্তোরে বলেন, এটা একটা ছোট উপহার, প্যারিসে স্বাগতম। আমি চাই সে খুশি হোক এবং প্রথমদিন থেকেই এখানে স্বাচ্ছন্দ্য বোধ করুক।
×