ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট দলের অনুশীলন, ক্যাম্পে ডাক পেয়েছেন ;###;২৫ ক্রিকেটার, থাকছেন না মাশরাফি ও সৈকত

মুশফিকদের চট্টগ্রাম পর্ব শুরু আজ

প্রকাশিত: ০৫:০১, ৫ আগস্ট ২০১৭

মুশফিকদের চট্টগ্রাম পর্ব শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ফিটনেস ক্যাম্প শুরু হয়েছিল ১০ জুলাই। এরপর বৃহস্পতিবার পর্যন্ত স্কিল ট্রেনিং হয়েছে। এতদিন ট্রেনিং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই হয়েছে। এখন থেকে এক সপ্তাহ চট্টগ্রামে অনুশীলন করবে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। মুশফিকদের চট্টগ্রাম পর্ব আজ থেকেই শুরু হচ্ছে। চট্টগ্রাম পর্বের ক্যাম্পে ২৫ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। শুক্রবারই ক্রিকেটাররা চট্টগ্রামে চলে গেছেন। শুরুতে প্রাথমিক দলে ২৯ ক্রিকেটার ছিলেন। চট্টগ্রামে যাওয়ার কয়েকদিন আগে সেই তালিকায় অনুর্ধ-১৯ ক্রিকেট দলের স্পিনার সঞ্জিত সাহা ও নাঈম হাসানকে নেয়া হয়। দল দাঁড়ায় ৩১ জনে। সেই তালিকা থেকে সাত জনকে বাদ রাখা হয়েছে। চট্টগ্রামে ২৫ ক্রিকেটার অনুশীলন করবেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল-টি২০) সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ খেলবেন। তাই তারা চট্টগ্রাম পর্বের দলে নেই। ডেঙ্গু থেকে মাত্রই সেরে ওঠা এনামুল হক বিজয়ও নেই। আবুল হাসান রাজু, মুক্তার আলী ও সাইফউদ্দিনকেও রাখা হয়নি। রাখা হয়নি ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকেও। কারণ, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে। টেস্টে খেলবেন না মাশরাফি। চট্টগ্রামে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ যে হবে, সেটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচকে আমলে নিয়েই হবে। শুক্রবার দুপুরেই চট্টগ্রামে চলে গেছেন ক্রিকেটাররা। সঙ্গে প্রধান কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ব্যাটিং কোচ মার্ক ও’নেইলসহ কোচিং স্টাফের সবাই আছেন। ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুমিনুল হক, নাসির হোসেন, নুরুল হাসান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম, রুবেল হোসেন, সানজামুল ইসলাম, আল আমিন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, লিটন দাস, তানভীর হায়দার, নাজমুল হোসেন, নাঈম হাসান, সঞ্জিত সাহা ও সাকলাইন সজীব থাকবেন চট্টগ্রাম পর্বের অনুশীলনে। জানা গেছে, এরমধ্যে মোসাদ্দেক হোসেন সৈকতও চট্টগ্রামে যাননি। কারণ তার চোখে সমস্যা রয়েছে। মিরপুরে অনুশীলনের সময় চোখে সমস্যা হয়েছে। চোখে ময়লা জাতীয় কিছু একটা ঢুকে পড়ে। তাতে বিশেষ কোন সমস্যা হয়নি। তবে চোখ থেকে পানি পড়ছে। আপাতত বিশ্রামেই আছেন সৈকত। জাতীয় দল চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরলে সৈকত যোগ দেবেন অনুশীলনে। চট্টগ্রামে আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্কিল ট্রেনিং হবে। স্কিল ট্রেনিং চলবে সোমবার পর্যন্ত। তবে পরের দুইদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্কিল ট্রেনিং হবে। মঙ্গলবার ক্রিকেটারদের একদিন বিশ্রাম থাকবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ হবে। অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই হবে। সেখানে চট্টগ্রাম পর্বের দলে ডাক পাওয়া ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে খেলবেন। শনিবার দুপুরের মধ্যেই ঢাকায় ফিরে আসবেন ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের মধ্যে একটি টেস্ট হবে চট্টগ্রামে। তাই চট্টগ্রামে ক্রিকেটারদের অনুশীলন করানো হচ্ছে। বাংলাদেশে সফর করতে আসবে কিনা অস্ট্রেলিয়া সেই ঝামেলা মিটে গেছে। অস্ট্রেলিয়া পূর্ব নির্ধারিত ১৮ আগস্ট বাংলাদেশের মাটিতে পা রাখবে। এরপর তিনদিন প্রস্তুতি সেরে ফতুল্লায় ২২ আগস্ট থেকে বিসিবি একাদশের বিপক্ষে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন অসি ক্রিকেটাররা। এই ম্যাচে সঞ্জিত সাহা ও নাঈম হাসানকে খেলানো হবে। তাই এ দুই স্পিনারকে চট্টগ্রাম পর্বের অনুশীলনে রাখা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৭ আগস্ট প্রথম টেস্ট ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট খেলতে নামবেন অসি ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে সেপ্টেম্বরের মাঝামাঝিতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন বাংলাদেশ ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই ম্যাচের টি২০ সিরিজ খেলবেন। এ দুই সিরিজকে সামনে রেখেই প্রস্তুতি চলছে। তবে অস্ট্রেলিয়ার আসা নিশ্চিত হতেই এখন শুধু অসিদের নিয়েই পরিকল্পনা করা হচ্ছে। যেহেতু অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধু দুটি টেস্ট রয়েছে এবং টেস্টে মাশরাফি খেলবেন না, তাই তাকে ভাবা হচ্ছে না। আর টেস্টে যেহেতু রাজু, মুক্তার ও সাইফউদ্দিনকে নিয়ে আপাতত কোন ভাবনা নেই, তাই তাদেরও বাদের তালিকাতেই রাখা হয়েছে। এই অনুশীলন নিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান আগেই জানিয়েছিলেন, ‘প্র্যাকটিস তো সবসময় পারফেক্ট করার চেষ্টা করা হয়। এমনিতে জাতীয় দলের খেলোয়াড়রা ক্রিকেটের সঙ্গেই আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর কিছুটা ব্রেক হয়েছিল। কন্ডিশনিং ক্যাম্প শুরু করার পর এখন ব্যাটিং-বোলিং শুরু করেছে। চিটাগাংয়ে তারা ম্যাচ দিয়ে প্র্যাকটিস শুরু করবে। অস্ট্রেলিয়া ভাল টিম। কোন সন্দেহ নেই যে তারা যে কোন কন্ডিশনে দারুণ একটি দল। সেখানে বাংলাদেশকে ভাল করতে হলে তিনটি বিভাগেই আমাদের ভাল করতে হবে, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং। গত কিছুদিন যাবত বাংলাদেশ যেভাবে খেলছে, বিশেষ করে দেশে যেভাবে পারফর্ম করছে, আশা করছি ভাল করবে। যেহেতু আমাদের চট্টগ্রামে খেলা। অস্ট্রেলিয়ার সঙ্গে চিটাগাংয়ে একটা টেস্ট আমরা খেলব। সেখানে আমরা আরও অভ্যস্ত হব। হোম এ্যাডভান্টেজ তো নিতেই হবে।’ প্রধান কোচ হাতুরাসিংহে এ নিয়ে বলেছেন, ‘আমরা প্রথমদিন সিরিয়াস অনুশীলন করব। দ্বিতীয়দিন একটু হাল্কা অনুশীলন হবে। সোমবার মাঝারি মানের অনুশীলন হবে। এরপর একদিন বিশ্রাম দেয়া হবে। বুধবার থেকে প্রস্তুতি ম্যাচ হবে। ঢাকায় আসার পর অস্ট্রেলিয়াকে ভাবনায় নিয়েই শুধু অনুশীলন হবে।’
×