ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার ফাইনালে কেভিতোভা

প্রকাশিত: ০৫:০০, ৫ আগস্ট ২০১৭

কোয়ার্টার ফাইনালে কেভিতোভা

স্পোর্টস রিপোর্টার ॥ ডব্লিউটিএ স্ট্যানফোর্ড টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয়পর্বে দ্বিতীয় বাছাই কেভিতোভা ৬-২ এবং ৬-২ সেটে পরাজিত করেন ইউক্রেনের ক্যাটরিনা বোন্ডারেঙ্কোকে। দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন কেভিতোভা ছাড়াও এদিন জয়ের দেখা পেয়েছেন ক্যাথেরিন বেলিস, এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা এবং কোকো ভেন্ডেওয়েঘে। এদিকে ওয়াশিংটনে জয়ের স্বাদ পেয়েছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ, মনিকা নিকুলেস্কো এবং সাবিনে লিসিকির মতো তারকারাও। গত বছরের শেষদিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারাত্মক আঘাত পান পেত্রা কেভিতোভা। অনেকেই তার টেনিস কোর্টে ফেরা নিয়েই সংশয় প্রকাশ করেছিলেন। তবে সব শঙ্কা দূরে ঠেলে কেভিতোভা ঠিকই ফিরেছেন। গত মাসে উইম্বলডনে ফিরে অবশ্য নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েন কেভিতোভা। এরপর সাময়িক বিরতি নিয়ে বৃহস্পতিবার স্ট্যানফোর্ডের কোর্টে নামেন তিনি। এখানে দারুণভাবেই শুরু করেন দ্বিতীয় বাছাই। জয় দিয়ে মিশন শুরু করতে পেরে সন্তুষ্ট কেভিতোভা। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘ভাল খেলার অনুভূতিটা সত্যিই অসাধারণ। এখানে আমি দীর্ঘদিন পরই খেলতে নেমেছি। এখানে খুবই ভাল সার্ভ করেছি এবং জানতাম জয়ের জন্য ভাল খেলার বিকল্প নেই। তাই ম্যাচে পুরো মনোযোগ ছিল আমার এবং ক্যাটরিনা বোন্ডারেঙ্কোর বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক পারফর্ম করেছি।’ এদিকে দারুণ জয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট কাটলেন সিমোনা হ্যালেপও। ডব্লিউটিএ সিটি ওপেনে তিনি ৩-৬, ৬-৪ এবং ৬-২ সেটে পরাজিত করেন মারিয়ানা ডিউক মারিনোকে। তবে এদিনের আবহাওয়া খুবই উত্তপ্ত ছিল। ৪৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার মধ্যে খেলে পরের রাউন্ডের টিকেট কাটেন তিনি। ম্যাচ শেষে রোমানিয়ান তারকা বলেন, ‘এখানকার আবহাওয়া খুবই গরম। কোর্টে তো আমার অবস্থা একদম মরে যাওয়ার মতোই হয়েছিল। তবে তারজন্যও ঠিক একই পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে তার বিপক্ষে আমি লড়াই চালিয়ে গেছি ঠিকই।’ গত কয়েক মৌসুম ধরেই টেনিস কোর্টে আলো ছড়াচ্ছেন হ্যালেপ। চলতি মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন তিনি। তার সামনে এখন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠার হাতছানি। সেক্ষেত্রে ওয়াশিংটনের এই টুর্নামেন্টের ফাইনালে উঠতে হবে। তা করতে পারলেই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভাকে টপকে শীর্ষস্থান দখল করবেন তিনি। এছাড়া তারই স্বদেশী মনিকা নিকুলেস্কো ৬-৪, ৭-৬ গেমে পরাজিত করেন প্যাট্রিসিয়া মারিয়া টিগকে। জয়ের স্বাদ পেয়েছেন জার্মানির সাবিনে লিসিকিও। এদিন তিনি ৪-৬, ৬-৩ এবং ৬-৩ গেমে হারান এ্যারিনা সাবালেঙ্কাকে। তবে দুর্ভাগ্য ইউজেনি বাউচার্ডের। জার্মানির আন্দ্রেয়া পেটকোভিচের কাছে হেরে এদিন দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেন তিনি। এই টুর্নামেন্টের পুরুষ এককে জয়ের দেখা পেয়েছেন কানাডার মিলোস রাওনিক, জাপানের কেই নিশিকোরি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যাক সকের মতো তারকারা।
×