ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পিএসজিতে যোগ দিতে পেরে আমি খুব খুশি’

প্রকাশিত: ০৫:০০, ৫ আগস্ট ২০১৭

পিএসজিতে যোগ দিতে পেরে আমি খুব খুশি’

স্পোর্টস রিপোর্টার ॥ সব নাটকের অবসান ঘটিয়ে অবশেষে স্প্যানিশ পরাশিক্ত বার্সিলোনা ছেড়ে ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইনে (পিএসজি) যোগ দিয়েছেন নেইমার। বৃহস্পতিবার রাতে বিশ্বরেকর্ড গড়া ২২ কোটি ২০ লাখ ইউরো (২২২ মিলিয়ন ইউরো) ট্রান্সফার ফিতে এই আলোচিত দলবদল সম্পন্ন হয়েছে। ২০১৬ সালের আগস্টে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে পল পোগবাকে সাড়ে ১০ কোটি ইউরো দিয়ে কিনেছিল ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড। সেটাই ছিল ট্রান্সফার ফির আগের বিশ্বরেকর্ড। ফরাসী ফরোয়ার্ড পোগবার দলবদল প্রথম ১০০ মিলিয়নের ঘর ছুঁয়েছিল। আর সেটাই এখন পার হয়ে গেছে ২০০ মিলিয়নের ঘর। যদিও সবমিলিয়ে এই দলবদলের আসল আকার গিয়ে দাঁড়াচ্ছে ৫০০ মিলিয়নে। পিএসজির সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নেইমার। সবমিলিয়ে এ পাঁচ বছরে নেইমারের পেছনে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ইউরো (৪৫ কোটি পাউন্ড) খরচ হবে পিএসজির। এর মধ্যে আছে নেইমারের রিলিজ ক্লজ মূল্য, পারিশ্রমিক ও বোনাস। নেইমারের রিলিজ ক্লজ মূল্য ১৯ কোটি ৮০ লাখ পাউন্ড (২২ কোটি ২০ লাখ ইউরো)। প্যারিসের ক্লাবটিতে বছরে ২ কোটি ৬৮ লাখ পাউন্ড (৩ কোটি ইউরো) পারিশ্রমিক পাবেন। অর্থাৎ পাঁচ বছরে নেইমারকে ১৫ কোটি ইউরো পারিশ্রমিক দিতে হবে পিএসজিকে। এটা অবশ্য কর পরিশোধের পর। এমনিতে নেইমারের সাপ্তাহিক পারিশ্রমিক দাঁড়াচ্ছে ৫ লাখ ১৫ হাজার পাউন্ড। এ ছাড়াও ব্রাজিলিয়ান তাকরার ট্রান্সফার প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করায় তার বাবা নেইমার সিনিয়র ও নেইমারের ইসরায়েলি এজেন্ট পিনি জাহাভিকে ৩ কোটি ৮০ লাখ ইউরো দেবে পিএসজি। সবমিলিয়ে তাই পাঁচ বছরের এই চুক্তিটার আকার হয়ে যাচ্ছে ৫০০ মিলিয়ন। অবশ্য এর বেশিরভাগটাই নেইমার পাবেন না। তবে তার নিজস্ব আয়ও কম হচ্ছে না। পিএসজিতে প্রতি সেকেন্ডে ৮৮ পেন্স আয় করবেন নেইমার। তার মানে পিএসজিতে প্রতি মিনিটে তার আয়ের অঙ্কটা দাঁড়াচ্ছে ৫৩ পাউন্ডের কিছু বেশি, ঘণ্টায় ৩,১৯৭.৪৪ পাউন্ড এবং দিনে ৭৬,৭৩৮.৫৭ পাউন্ড। প্রতিদিন বাংলাদেশী মুদ্রায় নেইমারের আয় হবে নাকি প্রায় ৮২ লাখ টাকা!! ন্যুক্যাম্প ছাড়ার পর নেইমার বলেন, বার্সিলোনা ছিল একটি চ্যালেঞ্জের চেয়ে বেশি কিছু। এটা ছিল একটি শিশুর স্বপ্ন যে কি-না ওইসব তারকার সঙ্গে ভিডিও গেমের মাধ্যমে খেলেছে। কাতালানদের হয়ে চার বছর খেলা সেলেসাও তারকা বলেন, আমি পিএসজিতে যোগ দিতে পেরে খুবই খুশি। আমি ইউরোপে আসার পর থেকে ক্লাবটি সবচেয়ে প্রতিযোগিতামূলক ও সবচেয়ে উচ্চাকাক্সক্ষী ক্লাবগুলোর মধ্যে আছে। আর আমাকে এখানে নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিতে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছে বড় চ্যালেঞ্জটি যা হলো ক্লাবকে এমন শিরোপা জেতানো যা তাদের সমর্থকরা চায়। নেইমার বলেন, পিএসজির তীব্র আকাক্সক্ষা আমাকে এই ক্লাবের দিকে আকর্ষণ করেছে। আমি চার মৌসুম ইউরোপে খেলেছি। আমি মনে করি আমি এখন চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত। পিএসজির সতীর্থদের সঙ্গে খেলতে যেন তর সইছে না। এ প্রসঙ্গে বলেন, আমার নতুন সতীর্থদের সহায়তা করতে, আমার ক্লাবের জন্য নতুন দিগন্তের সূচনা করতে এবং বিশ্বজুড়ে লাখ লাখ সমর্থকের আনন্দ দিতে আজ থেকে আমি আমার সম্ভাব্য সবকিছু করব। গত মৌসুমে মোনাকোর কাছে লীগ ওয়ানের শিরোপা হারিয়েছে পিএসজি। পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো তারা শিরোপাটি জিততে পারেনি। তবে পিএসজির অনেকদিন ধরেই মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতা। নেইমারকে পেয়ে তাই প্যারিসেই ক্লাবটি ঘরোয়া লীগ পুনরুদ্ধার ও ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন বুনতে শুরু করেছে। ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্টোস থেকে বার্সিলোনায় আসার পর নেইমার প্রতিযোগিতামূলক ফুটবলে মোট ১০৫টি গোল করেছেন। জিতেছেন দুটি লা লিগা, তিনটি কোপা ডেল রে ও একটি চ্যাম্পিয়ন্স লীগসহ মোট আটটি শিরোপা। ২০১৪-১৫ মৌসুমে বার্সিলোনার ‘ট্রেবল’ জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। সবকিছু ঠিক থাকলেও বৃহস্পতিবার নেইমারের দলবদল নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল। কেননা বার্সা বাই আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো নিতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত তারা সেটা গ্রহণ করায় নেইমারের দলবদলের দরজা খোলাসা হয়ে যায়। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে নেইমারের আইনজীবী বার্সিলোনার অফিসে গিয়ে বাই আউট ক্লজের অর্থ পরিশোধ করেন বলে এক বিবৃতিতে জানিয়েছে কাতালান ক্লাবটি। দলবদলের পর শুক্রবার প্যারিসে গেছেন নেইমার। সেখানে পিএসজির সমর্থক, সংগঠক, ফুটবলাররা ব্রাজিলিয়ান তারকাকে ভালবাসায় বরণ করে নেন।
×