ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাদক স্পটের আধিপত্য নিয়ে চকবাজারে খুন হয় আল-আমিন

প্রকাশিত: ০৮:২৩, ৪ আগস্ট ২০১৭

মাদক স্পটের আধিপত্য নিয়ে চকবাজারে খুন হয় আল-আমিন

নিয়াজ আহমেদ লাবু ॥ অর্ধশতাধিক মাদক স্পটের আধিপত্য বিস্তার নিয়ে রাজধানীর চকবাজারে আল-আমিন (২২) হত্যাকা-ের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, একসময়ে যারা তার অনুগত ছিল। তারাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ২৪ ঘণ্টায় পুলিশ এ হত্যাকা-ের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে স্থানীয়রা অভিযোগ করেন, রোকন নামে এক যুবককে কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মাদক স্পটের আধিপত্য নিয়ে মাত্র ৪ দিন আগে আল-আমিনের লিডার মঞ্জুকে পশ্চিম ইসলামে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ চকবাজার থানাধীন কিল্লার মোড় বাশঁপট্রি এলাকায় ইউসুফ জমিদারের পরিত্যক্ত বাড়িতে আল-আমিনকে জবাই করে হত্যা করা হয়। পরে দুই থানার সীমানার রশি টানাটানিতে রাত সাড়ে ৮টার দিকে চকবাজার থানা-পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠান। বৃহস্পতিবার দুপুরে লাশের ময়নাতদন্ত শেষে নিহতের বাবা আব্দুল্লাহর হাতে হস্তান্তর করা করেছে। নিহতের পরিবারের অভিযোগ, কিল্লারমোড় বাঁশপট্রি এলাকা, শহিদনগর ও পশ্চিম ইসলামবাগের মাদক ব্যবসায়ীরা আল-আমিনকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে জবাই করে হত্যা করেছে। নিহতের বাবা আব্দুল্লাহ অভিযোগ করেন, ছেলে আল-আমিনের হত্যা মামলার কয়েকজনের নামে আসামি করে চকবাজার থানা হত্যা মামলা করেছি। তিনি অভিযোগ করেন, পুলিশ এদের চেনে। তাদের ইচ্ছে করলে পুলিশ গ্রেফতার করতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চকবাজার ইসলামবাগ এলাকায় ঘিরে প্রায় ২৫টি মাদক স্পট রয়েছে। এগুলোর মধ্যে মরণনেশা ইয়াবার স্পটই বেশি। আর লালবাগ থানা ঘিরে রয়েছে প্রায় ২৫টি স্পট। এ মাদক স্পট আগে নিয়ন্ত্রণ করতো মঞ্জু ও তার সহযোগী আল-আমিন গ্রুপরা। চকবাজার পশ্চিম ইসলামবাগ রুবেলে গ্রুপ। আর লালবাগ থানা এলাকা ঘিরে প্রায় ২৫ স্পট চালান শুকানি বাদল, বিয়ার সালাউদ্দিনসহ কয়েকজন। এ ব্যাপারে চকবাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) মুরাদুল ইসলাম জনকণ্ঠকে জানান, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার গ্রুপের ক্যাডারই আল-আমিনকে পরিকল্পিতভাবে খুন করেছে। একসময় আসামিরা আল-আমিনের গ্রুপের সহযোগী ছিল। অচিরেই এ হত্যাকারীর মূল আসামিদের গ্রেফতার করা হবে।
×