ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৭২ ঘণ্টার জন্য অনশন কর্মসূচী স্থগিত করেছে ব্র্যাক ইউনিভার্সিটির আন্দোলনরত শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৮:০৫, ৪ আগস্ট ২০১৭

৭২ ঘণ্টার জন্য অনশন কর্মসূচী স্থগিত করেছে ব্র্যাক ইউনিভার্সিটির আন্দোলনরত শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার ॥ ৭২ ঘণ্টার জন্য অনশন কর্মসূচী স্থগিত করেছে ব্র্যাক ইউনিভার্সিটির আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে তিন দফা দাবিতে সমাবেশসহ অন্যান্য প্রতিবাদ কর্মসূচী অব্যাহত থাকবে। বৃহস্পতিবার রাতে কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে অনশন স্থগিত ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দাবির পক্ষে অনড় অবস্থান জানিয়ে শিক্ষার্থীরা বলেছেন, রেজিস্ট্রারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। অব্যাহতি দেয়া শিক্ষককে নিয়োগ দিতে হবে। এবং ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণকারী কর্মকর্তা-কর্মচারীদের কঠোর শাস্তি দিতে হবে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, যারা আন্দোলন করছেন তাদের বাসায় টেলিফোন করে হুমকি দেয়া হচ্ছে। অভিভাবকদের বলা হচ্ছে, যারা আন্দোলন করছে তাদের ছাত্রত্ব বাতিল করা হবে, স্কলারশীপ বন্ধ করে দেয়া হবে। দাবি আদায়ে আজ শুক্রবার সকালে ক্যাম্পাসে আবার জড়ো হওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দিনভর অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন আইন বিভাগের কামরুন্নাহার ডানা, আশিক ইশতিয়াক, শেখ নোমান পারভেজ, সাদিয়া আফরিন প্রেমা, ম্যাথমেটিকস ও ন্যাচারাল সায়েন্স বিভাগের আকাশ আহমেদ, ব্র্যাক বিজনেস স্কুলের ইয়াসিনুর রহমান রনি ও কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাদ জিয়াউল হাসান। আন্দোলনরত শিক্ষার্থী কামরুন্নাহার ডানা বলছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভাড়াটে গার্ড তাকে ধাক্কা দিয়ে ভেতর থেকে বের করে দিয়েছেন। আমরা রেজিস্ট্রারের পদত্যাগ চাই। বিশ্ববিদ্যালয়ের পুরুষ নিরাপত্তাকর্মীরা মেয়ে শিক্ষার্থীদের গায়ে বাজেভাবে হাত দিয়েছেন, লাঞ্ছিত করেছেন। এর বিচার আমরা চাই। যতক্ষণ না বিচার হবে, ততক্ষণ আমাদের অনশন চলবে। ১ আগস্ট বিক্ষোভ চলাকালে ছাত্রছাত্রীদের লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় তারা সরকারের কাছে বিচার চান। শেখ নোমান পারভেজ বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। আমরা এ নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলতে চাইলে আমাদের বলা হয়, প্রশাসন এ বিষয়ে কোন কথা বলবে না।
×