ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবলে চট্টগ্রাম আবাহনীর টানা দ্বিতীয় জয়

প্রকাশিত: ০৮:০০, ৪ আগস্ট ২০১৭

বিপিএল ফুটবলে চট্টগ্রাম আবাহনীর টানা দ্বিতীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ দুঃসময় যেন পিছু ছাড়ছেই না মোহামেডান স্পোর্টিং ক্লাবের। অনেক বছর পর শক্তিশালী দল গড়ে ১৫ বছর পর লীগ-শিরোপা জয়ের যে স্বপ্নের জাল বুনেছিল সাদা-কালোরা, তা যেন ক্রমশ ধূসর থেকে ধূসরতর হচ্ছে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে তারা টানা দ্বিতীয় ম্যাচেও হেরেছে গত লীগে ১২ দলের মধ্যে দশম স্থানের অধিকারীরা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রাতের খেলায় তাদেরকে ০-১ গোলে হারিয়ে নিজেদের টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় ‘বন্দরনগরীর দল’ খ্যাত চট্টগ্রাম আবাহনী লিমিটেড (গত লীগের রানার্সআপ) ম্যাচের ৬৮ মিনিটে ডান প্রান্ত দিয়ে আবাহনীর সোহেল রানার ক্রস মোহামেডানের এক ডিফেন্ডার বিপন্মুক্ত করতে ব্যর্থ হন। বিপদ বুঝে এগিয়ে আসেন মোহামেডানের গোলরক্ষক মামুন খান। এদিকে বৃষ্টিভেজা ‘ধানক্ষেতে’র (পড়ুন মাঠ) কাদায় আটকে গেছে বল। সেই বলে শট করে মোহামেডানের জালে জড়ান তৌহিদুল আলম সবুজ (১-০)। ৮৫ মিনিটে প্রথমে তর্কে, পরে হাতাহাতিতে জড়ান মোহামেডানের ফয়সাল মাহমুদ ও চট্টগ্রামের জাহিদ হোসেন। ফলে রেফারি মিজানুর রহমান দু’জনকেই লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। এদিকে নিয়মিত অধিনায়ক জাহিদ হাসান এমিলি ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লে লালকার্ড দেখে মাঠ ছাড়েন পরিবর্তিত অধিনায়ক ফয়সালও! এদিকে মোহামেডানের কোচ নিয়ে রহস্যের সৃষ্টি হয়। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচে ডাগআউটে ছিলেন না তাদের নতুন কোচ সৈয়দ নাইমউদ্দিন। এমনকি খেলোয়াড় তালিকায় কোচের নামের পাশে নির্দিষ্ট জায়গায় সইও নেই তার! ফলে গুজব ছড়িয়ে পড়েÑ প্রথম ম্যাচে শেখ জামালের কাছে ০-২ গোলে হারেই বিদায়ঘণ্টা বেজে গেছে তার। তবে ক্লাবটির ম্যানেজার আমিরুল ইসলাম জানান, একটি পুরস্কার নেয়ার জন্যই নিজ দেশ ভারতে গেছেন নাইমউদ্দিন। ফলে বাবুকেই দেখা গেছে ডাগআউটে অঘোষিত কোচের ভূমিকায়। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
×