ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বি. চৌধুরীর বাসায় রাজনৈতিক নেতাদের বৈঠককে গণতন্ত্রের শত ফুল বললেন কাদের

প্রকাশিত: ০৭:৫৭, ৪ আগস্ট ২০১৭

 বি. চৌধুরীর বাসায় রাজনৈতিক নেতাদের বৈঠককে গণতন্ত্রের শত ফুল বললেন কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আগামী নির্বাচন সামনে রেখে বিকল্প জোট গঠনে বিকল্পধারার সভাপতি অধ্যাপক ডাঃ একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের বৈঠককে ইতিবাচক আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গণতন্ত্রের শত ফুল ফুটেছে। তাই এমন বৈঠককে বলব গণতন্ত্রের শত ফুল ফোটা। এটাই তো গণতন্ত্রের বিউটি। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। নতুন জোট গঠনের লক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বাসায় কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের বৈঠকসংক্রান্ত প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি এটাকে বলব গণতন্ত্রের সৌন্দর্য। তারা তো ওখানে ষড়যন্ত্র করছেন না, জোট করছেন। তাতে অসুবিধা কী? তবে এ মেরুকরণ কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তিনি বলেন, নির্বাচনে আদর্শগত বিষয়টি মুখ্য নয়। এখানে এ্যালায়েন্সটা কৌশলগত। সময়ের প্রয়োজনে এবং নির্বাচনে জেতার জন্য এটি হয়ে থাকে। গ্রুপিং, এ্যালায়েন্স এগুলো হতে থাকে। নির্বাচন সামনে রেখে নানা মেরুকরণও হচ্ছে। এটি একটি ভাল দিক। গত ১৩ জুলাই রাতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় এসব দলের আরেকটি বৈঠকে পুলিশের বাধা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বাধা তো দেয়া হয়নি। তবে অত্যুৎসাহী কেউ করেছে কি-না সেটি তিনি জানেন না। এ ধরনের কোন বাধা সরকার কিংবা দলের পক্ষে নির্বাচনী কর্মকা-ে কখনও দেয়া হয়নি। সরকার ও মহাজোট ছাড়াসংক্রান্ত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সম্প্রতি দেয়া নানা বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারে থাকা বা না থাকা তাদের দলীয় সিদ্ধান্তের বিষয়। তারা স্বেচ্ছায় সরকারে এসেছেন। তারা যেতে চাইলে যাবেন। আমরা এমন কোন সঙ্কটে পড়িনি যে, তারা চলে গেলে আমাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়বে। সর্বোচ্চ আদালত থেকে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের বিষয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে সরকার কিংবা দলে কোন আলোচনা এখনো হয়নি। আলোচনা হলে তার পরেই দলীয় প্রতিক্রিয়া জানানো হবে।
×