ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জিএসপি সুবিধার বাইরে যুক্তরাষ্ট্রে ৬ বিলিয়ন ডলারের পণ্য রফতানি হচ্ছে ॥ তোফায়েল

প্রকাশিত: ০৭:৫৩, ৪ আগস্ট ২০১৭

জিএসপি সুবিধার বাইরে যুক্তরাষ্ট্রে ৬ বিলিয়ন ডলারের পণ্য রফতানি হচ্ছে ॥ তোফায়েল

অর্থনৈতিক রিপোর্টার ॥ জিএসপি সুবিধার বাইরে যুক্তরাষ্ট্রে বর্তমানে ৬ বিলিয়ন ডলারের পণ্য রফতানি হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, এখন আর বাংলাদেশ জিএসপি সুবিধা দাবি করে না। এই সুবিধা না নিয়েই কিভাবে রফতানি বাড়ানো যায় সে লক্ষ্য পূরণে কাজ করছে সরকার। বৃহস্পতিবার ঢাকায় ওয়েস্টিন হোটেলে আমেরিকা- বাংলাদেশ চেম্বার অব কমার্স (এ্যামচ্যাম) আয়োজিত রিফ্লেকশনস অন দ্য ইউএস-বাংলাদেশ রিলেশনশিপ শীর্ষক মিটিং-এ প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার ও স্পীকার হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মার্কিন রাষ্ট্রদূত, সাবেক আন্ডার সেক্রেটারি অব স্টেট, মার্কিন সরকারের আন্তর্জাতিক বিষয়ক পরামর্শক ফ্রাং জি উইসনার। বাণিজ্যমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা না পেলেও বাংলাদেশের রফতানি বাণিজ্য মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাক রফতানিতে কোন জিএসপি সুবিধা প্রদান করত না। গত ২০১৩ সালের হিসেব মতে তামাক, প্লাস্টিক, সিরামিক, টেবিলওয়্যারের মতো কয়েকটি পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করে বাংলাদেশ আয় করেছে মাত্র ২৩ মিলিয়ন মার্কিন ডলার। শুধু এগুলোর উপরই বাংলাদেশ জিএসপি সুবিধা পেত।
×