ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীন গেল বাংলাদেশ জাতীয় হকি দল

প্রকাশিত: ০৬:৪০, ৪ আগস্ট ২০১৭

চীন গেল বাংলাদেশ জাতীয় হকি দল

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় অংশগ্রহণ উপলক্ষে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রস্তুতিমূলক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বৃহস্পতিবার চীনের উদ্দেশে বিমানযোগে রওনা হয়। এখানে চীনের বিভিন্ন প্রাদেশিক দলের সঙ্গে মোট ৮টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলা শেষে (বাংলাদেশের প্রথম ম্যাচ রবিবার) আগামী ১৯ আগস্ট দল ঢাকা ফিরবে। চীন সফর উপলক্ষে বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি, সব কর্মকর্তা ও খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং দলের ফটোসেশন বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ বিমান বাহিনী শাহীন হলে অনুষ্ঠিত হয়। শুরু কলেজ রাগবি প্রতিযোগিতা স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার থেকে সরকারী শারীরিক শিক্ষা কলেজ, মোহাম্মদপুর মাঠে শুরু হয়েছে ‘ফার্স্ট সিকউরিটি ইসলামী ব্যাংক কলেজ রাগবি প্রতিযোগিতা।’ প্রথম দিনের খেলায় বি এ এফ শাহীন কলেজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের সঙ্গে ড্র করে। এছাড়া সরকারী বাঙলা কলেজ হাইমচর মহাবিদ্যালয়কে, কবি নজরুল সরকারী কলেজ সেন্ট গ্রেগরি কলেজকে, ম্যাস্ট্রো ক্রাউন কলেজ বিএএফ শাহীন কলেজকে, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কমার্স কলেজকে, ঢাকা ইমপিরিয়াল কলেজ হাইমচর মহাবিদ্যালয়কে, সেন্ট গ্রেগরি কলেজ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজকে হারায়। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হারুন উর রশীদ। বিশেষ অতিথি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খায়ের।
×