ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিষ্যদের পার্ফরমেন্সে নাখোশ কোচ জিদান

জয় দিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ রিয়ালের

প্রকাশিত: ০৬:৩৯, ৪ আগস্ট ২০১৭

জয় দিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ রিয়ালের

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়া যুক্তরাষ্ট্র সফরটা জঘন্য হয়েছে রিয়াল মাদ্রিদের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা টানা তিনটি ম্যাচে হারের তেতো স্বাদ পায়। এরপর অবশ্য শেষ ম্যাচটি জিতেছে গ্যালাক্টিকোরা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে মেজর লীগ সকারের দল অল-স্টার্সকে পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে হারিয়েছে সফরকারী রিয়াল মাদ্রিদ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। দলের এমন পারফরমেন্সে সন্তুষ্ট হতে পারেনি লা লীগা ও চ্যাম্পিয়ন্স লীগ জয়ী দলের কোচ জিনেদিন জিদান। শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে স্বাগতিক দলের বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারেনি রিয়ালের খেলোয়াড়েরা। রিয়ালের হয়ে ম্যাচের ৫৯ মিনিটে গোল করেন বোয়া মায়োরাল। প্রায় পুরো ম্যাচেই অবশ্য রিয়ালের পক্ষেই ছিল বলের নিয়ন্ত্রণ। কিন্তু গোলের মতো ভাল আক্রমণ খুব বেশি করতে পারেনি। দলের পর্তুগীজ তারকা রোনাল্ডোর অনুপস্থিতিতে স্প্যানিশ জায়ান্টরা প্রাক-মৌসুমে নিজেদের প্রস্তুতিটা খুব একটা ভালভাবে সারতে পারল না। ম্যাচের ৮৭ মিনিটে এমএলএস’র পক্ষে সমতা ফেরান ইংল্যান্ডে জন্মগ্রহণকারী যুক্তরাষ্ট্র জাতীয় দলের ফরোয়ার্ড ডম ডোয়ার। কর্ণার কিক থেকে ড্যাক্স ম্যাককার্টির হেড পোস্টে লেগে ফেলত আসলে ডোয়ার সেই বলে হেড দিয়ে গোল নিশ্চিত করেন। দ্বিতীয়ার্ধে বদলি গোলরক্ষক হিসেবে খেলতে নামা ১৯ বছর বয়সী লুকা জিদানের অবশ্য এতে কিছুই করার ছিল না। এমএলএস অল স্টার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদ তাদের ১১ দিনের প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফর শেষ করল। এই সফরে রিয়াল চারটি ম্যাচ খেলেছে। এর মধ্যে মিয়ামিতে বার্সিলোনার কাছে এল ক্লাসিকোতে ৩-২ গোলে হারে জিদানের শিষ্যরা। ২৩ জুলাই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ড্র করলেও পেনাল্টি শূট আউটে পরাজিত হয়। ২৬ জুলাই লস এ্যাঞ্জেলসে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির কাছে হার মানে ৪-১ গোলের বিশাল ব্যবধানে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রিয়ালের মায়োরাল। তিনি ম্যাচ শেষে বলেন, জয়ের মাধ্যমে স্পেনে ফেরত যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন আমরা উয়েফা সুপার কাপের দিকে তাকিয়ে আছি।
×