ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশাল সংগ্রহের পথে ভারত, প্রথম দিন শেষে ৩ উইকেটে ৩৪৪

কলম্বো টেস্টে পুজারা-রাহানের অপরাজিত শতক

প্রকাশিত: ০৬:৩৮, ৪ আগস্ট ২০১৭

কলম্বো টেস্টে পুজারা-রাহানের অপরাজিত শতক

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুটাই বলে দিচ্ছিল বড় একটি সংগ্রহ গড়বে ভারত। তবে ১৩৩ রানের মধ্যে অধিনায়ক বিরাট কোহলিসহ ভারতের ৩ উইকেট তুলে নিয়ে স্বাগতিক শ্রীলঙ্কার বোলাররা স¦প্ন দেখছিল। সেই স্বপ্নটা ধুলোয় মিশিয়ে দিয়েছেন চেতেশ্বর পুজারা আর আজিঙ্কা রাহানে। তাদের জোড়া শতকে আর কোন উইকেটের মুখ দেখেনি শ্রীলঙ্কা। দিন শেষ করেছেন দুই ব্যাটসম্যান অপরাজিত থেকে। চতুর্থ উইকেটে তাদের অবিচ্ছিন্ন ২১১ রানের সুবাদে কলম্বো টেস্টের প্রথম দিনে ৩ উইকেটে ৩৪৪ রান তুলেছে সফরকারীরা। সবকিছু বিবেচনা করে এই টেস্টেও বিশাল সংগ্রহের পথে রয়েছে সফরকারী ভারত সেটা নিশ্চিতভাবেই বলা যায়। অসুস্থতা কাটিয়ে দলে ফিরেই অর্ধশতক হাঁকিয়ে রেকর্ড গড়েছেন লোতেশ রাহুল। এদিন অর্ধশতক হাঁকিয়ে টানা ৬ হাফসেঞ্চুরির মাধ্যমে তিনি স্পর্শ করেছেন গুড্ডাপা বিশ্বনাথ ও রাহুল দ্রাবিড়কে। টানা ১০ টেস্টে টস জিতেছিল শ্রীলঙ্কা। এবার মুদ্রার উল্টোপিঠ দেখতে হয়েছে তাদের। টস জিতেছেন ভারতীয় অধিনায়ক কোহলি। এরপর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। প্রথম টেস্টে আগে ব্যাট করে তার দলের ব্যাটসম্যানরা দারুণ নৈপুণ্য দেখিয়ে ৬০০ রান তুলেছিল প্রথম ইনিংসে। আর সেই চাপেই বড় ব্যবধানে হেরে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। এবারও সেই লক্ষ্যেই ব্যাটিংয়ে নামে সফরকারীরা। শুরুটা কোহলির প্রত্যাশামাফিকই করেছিলেন ভারতের দুই ওপেনার। দারুণ খেলছিলেন শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল। চিরাচরিত নিয়মেই আক্রমণাত্মক ঢংয়ে ব্যাট চালিয়ে শুরুতেই লঙ্কান বোলারদের মাথাব্যথার কারণ হয়ে ওঠেন ধাওয়ান। তবে সেই কষ্টটা ঘুচিয়েছেন দিলরুয়ান পেরেরা। তিনি ফিরিয়ে দেন ভয়ঙ্কর ধাওয়ানকে। ৩৭ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৭ রান করে ধাওয়ান সাজঘরে ফিরলে দলীয় ৫৬ রানে প্রথম উইকেট হারায় ভারত। দ্বিতীয় উইকেটে লোকেশের সঙ্গে ভালই খেলছিলেন পুজারা। ৫৩ রানের জুটি গড়েন তারা। লোকেশ অর্ধশতক হাঁকিয়ে রানআউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন ৮২ বলে ৭ চারে ৫৭ রান করার পর। এটি ছিল টেস্টে তার টানা ৬ অর্ধশতক। এর আগে ভারতের হয়ে টানা ৬ অর্ধশতক হাঁকিয়েছিলেন ১৯৭৭-৭৮ মৌসুমে বিশ্বনাথ এবং ২০ বছর আগে দ্রাবিড়। খুব দ্রুতই তৃতীয় সাফল্য পায় লঙ্কান বোলাররা। আর এটিই যেন তাদের সেরা সাফল্য ছিল দিনের। কারণ, ভারতের অধিনায়ক কোহলি মাত্র ১৩ রান করেই বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের ঘূর্ণিতে মাঠ ছাড়েন। তবে উল্লসিত লঙ্কানরা এই অতীব জরুরী উইকেট তুলে নেয়ার পর সেটাকে কাজে লাগিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করতে পারেননি। পুজারার সঙ্গে বেশ স্বাচ্ছন্দ্যেই ব্যাট চালাতে থাকেন রাহানে। পুজারা ধীরস্থির থাকলেও রাহানে ছিলেন কিছুটা আগ্রাসী। তার আক্রমণাত্মক মেজাজের সামনে খেই হারিয়ে ফেলে লঙ্কান বোলাররা। প্রথম টেস্টে নিয়মিত অধিনায়ক দিনেশ চান্দিমাল খেলেননি। তিনি এই টেস্টে দলে ফিরেছেন। শুরুর দিকে তার বিচক্ষণ সব সিদ্ধান্তে তিনটি সাফল্য আসলেও পরবর্তীতে তার কোন কৌশলই কাজে লাগেনি। ৬ বোলার কাজে লাগিয়েছেন তিনি। কিন্তু সবই অকার্যকর হয়েছে পুজারা-রাহানের দারুণ ব্যাটিং প্রদর্শনীর কাছে। পুজারা ক্যারিয়ারের ১৩তম শতক হাঁকান। তিনি নিñিদ্র একটি ইনিংস খেলে যেতে থাকেন। ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নেমে লঙ্কান বোলারদের কোন সুযোগই দেননি তিনি। তবে রাহানে একটি ভাল সুযোগ দিয়েছিলেন। শ্রীলঙ্কার ফিল্ডিং দৈন্যের কারণে আর সাফল্য আসেনি। ব্যক্তিগত ৮০ রানের সময় তিনি মালিন্দা পুষ্ককুমারার বলে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু বোলার পুষ্ককুমারা বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে সহজ ক্যাচটি তালুবন্দী করতে পারেননি। ওই একটাই সুযোগ পেয়েছিল লঙ্কান বোলাররা একেবারে দিনের খেলা শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে। আর ভুল করেননি রাহানেও। তিনি ক্যারিয়ারের ৯ নম্বর সেঞ্চুরি আদায় করে নিয়েছেন দিনের একেবারে শেষভাগে। রাহানে অপরাজিত আছেন ১৬৮ বলে ১২ চারে ১০৩ রান নিয়ে। রাহানের সঙ্গে চতুর্থ উইকেটে এখন পর্যন্ত ২১১ রান যোগ করেছেন পুজারা। তিনি অপরাজিত আছেন ২২৫ বলে ১০ চার ও ১ ছক্কায় ১২৮ রানে। সিরিজের দ্বিতীয় টেস্টের ক্ষেত্রে সর্বশেষ ১৭ ইনিংসে এটি তার পঞ্চম সেঞ্চুরি। দিনশেষে ৩ উইকেটে ৩৪৪ রান নিয়ে বিশাল সংগ্রহের ভিত পেয়ে গেছে ভারতীয় দল। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস- ৩৪৪/৩; ৯০ ওভার (পুজারা ১২৮*, রাহানে ১০৩*, লোকেশ ৫৭, ধাওয়ান ৩৫, কোহলি ১৩; দিলরুয়ান ১/৬৮, হেরাথ ১/৮৩)। ক্স প্রথম দিন শেষে।
×