ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেইমার এখন বার্সিলোনার দীর্ঘশ্বাস

প্রকাশিত: ০৬:৩৬, ৪ আগস্ট ২০১৭

নেইমার এখন বার্সিলোনার দীর্ঘশ্বাস

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমার এখন বার্সিলোনার কাছে ইতিহাস ও দীর্ঘশ্বাসের নাম। অনেক নাটকীয়তার পর ব্রাজিলিয়ান সুপারস্টার ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইনে (পিএসজি) যোগ দিচ্ছেন। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তির অপেক্ষা। নতুন ক্লাবে যোগ দেয়ার জন্য শীঘ্রই প্যারিস যাবেন নেইমার। এর আগে তিনি পর্তুগালের পোর্তো গেছেন স্বাস্থ্য পরীক্ষা করতে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, পিএসজির সঙ্গে নেইমারের তিন বা পাঁচ বছরের চুক্তি হতে পারে। নেইমারের এই ঠিকানা বদল কিছুতেই মানতে পারছেন না বার্সিলোনার ভক্তরা। তাই তো তারা এখন সেলেসাও তারকার মু-ুপাত করছেন। বলছেন সে বিশ্বাসঘাতক। এ কারণে বার্সার পোস্টার থেকে নেইমারের ছবি মুছে ফেলা হয়েছে। তবে এসব নিয়ে ভাবছেন না ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। তার চিন্তায় এখন শুধুই পিএসজি। নতুন ক্লাবে তিনি নায়ক হয়েই থাকতে চান। পাচ্ছেন ‘১০‘ নম্বর জার্সি। নেইমারের মতো সুপারস্টার প্যারিসে আসায় মহাখুশি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোন। তিনি ব্রাজিলিয়ান তারকাকে অভিনন্দন জানিয়ে বলেন, এটা আমাদের জন্য ভাল খবর। অভিনন্দন নেইমারকে। আশা করি সে এখানে (পিএসজি) সফল হবে। নেইমার চলে যাওয়ায় ন্যুক্যাম্পে কিছুটা হলেও শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় বন্ধুর বিদায়ে শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন লিওনেল মেসিও। সতীর্থের বিদায়ে নেইমারকে দারুণ এক উপহার দিয়েছেন মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের জন্য একটি ভিডিও শেয়ার করেছেন আর্জেন্টাইন গ্রেট। দুজনের দারুণ কিছু মুহূর্ত সেই ভিডিওতে তুলে ধরেছেন। ২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্টোস থেকে বার্সায় যোগ দেন নেইমার। এর পর ধীরে ধীরে দলটির অন্যতম সেরা সদস্যে পরিণত হন। নেইমারকে উৎসর্গ করা ভিডিওতে লা লিগা, চ্যাম্পিয়ন্স লীগ, ক্লাব বিশ্বকাপ জয়ের ছবি আছে। এছাড়া অনুশীলনে নিজের খুনসুটি, ম্যাচে গোল উদযাপনসহ আরও বেশ কিছু স্মরণীয় মুহূর্ত আছে। ক্যাপশনে মেসি লিখেছেন, ‘বন্ধু, তোমার সঙ্গে কাটানো বছরগুলো ছিল দারুণ। জীবনের নতুন অধ্যায়ে তোমাকে শুভকামনা জানাই। অনেক ভালোবাসা তোমার প্রতি।’ ধারণা করা হচ্ছে, বার্সায় অতিরিক্ত মেসিপ্রীতি নাকি নেইমারের বার্সা ছাড়ার অন্যতম প্রধান কারণ। মেসির সঙ্গে নেইমারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও আশপাশের কিছু মানুষ ব্রাজিল তারকার মন বিষিয়ে তোলেন। মেসি যতদিন ন্যুক্যাম্পে আছেন, ততদিন তাকে টপকানো সম্ভব নয় কারও পক্ষেই। এ কারণেই নাকি বার্সা ছেড়ে পিএসজিতে চলে গেলেন নেইমার। এছাড়া চলতি বছরের মার্চে বার্সিলোনা গড়েছিল ঘুরে দাঁড়ানোর অনন্য এক রেকর্ড। এই পিএসজির বিপক্ষেই চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে ৪-০ গোলে হারলেও দ্বিতীয় লেগে বার্সা পেয়েছিল ৬-১ গোলের অবিস্মরণীয় জয়। চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে কখনও দেখা যায়নি এমন ঘুরে দাঁড়ানোর নজির। আর ইতিহাসগড়া এই মুহূর্তটির অন্যতম কারিগর ছিলেন নেইমার। শেষমুহূর্তে তার দুই গোলেই বার্সিলোনা পেয়েছিল ৬-১ গোলের অসাধারণ এক জয়। স্বাভাবিকভাবেই হয়তো নেইমার ভেবেছিলেন, তা০র ওপরেই থাকবে লাইমলাইট। কিন্তু সেই অবিস্মরণীয় বিজয়ের পর বার্সিলোনার পক্ষ থেকে যে ছবিটি প্রকাশ করা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইটগুলোতে, সেখানে দেখা যায় মেসি হাত তুলে দাঁড়িয়ে আছেন ভক্তকুলের মধ্যে। যেন তিনিই ছিলেন বার্সার রক্ষাকর্তা। ছবিটিও ফেসবুক-টুইটারে ছড়িয়ে পড়ে দাবানলের মতো। মেসিই কেড়ে নেন সব মনোযোগ। এ ছবিটির কারণেই নেইমার বার্সিলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমালেন কিনা, এমন প্রশ্ন জোরেশোরেই উঠেছে ফুটবল অঙ্গনে। স্পেনের শীর্ষ সংবাদপত্রগুলো এমনই দাবি করছে। তবে যে কারণেই নেইমার ন্যুক্যাম্প ছাড়ুন না কেন, তিনি এখন বার্সা ভক্তদের কাছে ভিলেন। তার দল বদলের নাটক এতদিন সহ্য করার পর কাতালান ভক্তদের ধৈর্যের বাঁধটা ভেঙেই গেছে। কাতালান শহরটি ভরে গেছে নেইমারের সমালোচকদের ভিড়ে। বিষয়টি মেনে নিতে পারছেন না বার্সা ভক্তরা। দেয়ালে দেয়ালে পোস্টার সাটা হয়েছে। নেইমারের ছবির পাশাপাশি তাতে লেখা ‘বিশ্বাসঘাতক’ ‘ভাড়াটে ফুটবলার’। সেখানে আরও লেখা হয়েছে, ‘স্বার্থপর নেইমারের চলে যাওয়াই উচিত। বার্সিলোনা ওইসব ফুটবলারদের দল যারা এই ক্লাবের জার্সিকে ভালবাসে।’ বার্সার রাস্তায় শোভা পাওয়া পোস্টারে লেখা হয়েছে, ‘এই বিশ্বাসঘাতককেই আমরা খুঁজছি!’ ল্যাম্পপোস্টে, দেয়ালের পোস্টারে নেইমারের ছবির নিচে লেখা, ‘একে ধরিয়ে দিন, বিশ্বাসঘাতক ও ভাড়াটে সৈনিক। বার্সিলোনায় এদের জায়গা নেই।’ সবকিছু ঠিক থাকলেও এখন দলবদলের প্রক্রিয়া চূড়ান্ত হয়নি। এরই মধ্যে নতুন খবর রটেছে। নেইমারের পিএসজিতে যাওয়া নিয়ে নাকি নতুন জটিলতা সৃষ্টি হয়েছে। স্প্যানিশ এক দৈনিক বৃহস্পতিবার জানায়, এজেন্ট মারফত নেইমারের রিলিজ ক্লজের ২২২ মিলিয়ন ইউরো পাঠায় পিএসজি। তবে বেশ কয়েকটি ইস্যুর সমাধান না হওয়ায় লা লিগার অফিস পিএসজির চেক গ্রহণ করছে না। উয়েফার ফিন্যান্সিয়েল ফেয়ার প্লে নীতির কারণে নেইমারের দলবদল নিয়ে একটা জটিলতা সৃষ্টি হতে পারে বলে আগে থেকেই শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। পিএসজি ফিন্যান্সিয়েল ফেয়ার প্লে নীতি বজায় রেখেই ২২২ মিলিয়ন ইউরো পাঠিয়েছে কিনা সেটি নিশ্চিত না হতে লা লিগা কর্তৃপক্ষ রিলিজ ক্লজের অর্থ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।
×